Rajinikanth রূপে নতুন বছরকে স্বাগত জানালেন David Warner
চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলেননি ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরেছেন তিনি। সিডনিতে ওয়ার্নারকে (David Warner)খেলাতে মরিয়া টিম অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই আইসিসি দশকের সেরা পুরস্কারকে (ICC Awards of the decade) নকল করে ওয়ার্নার ইনস্টাগ্রামে পোস্ট করেন Male Tiktoker Of The Decade পুরস্কার। তারও বেশ কিছু দিন আগে শাহরুখ খানের ডনের ভূমিকায় অবতীর্ন হন তিনি। এবার নতুন বছরে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) রূপে স্বাগত জানালেন ডেভিড ওয়ার্নার (David Warner)।
নতুন বছরে নতুন চমক। ইনস্টাগ্রামে রি-ফেস অ্যাপের (Reface app) মাধ্যমে রজনীকান্তের (Rajinikanth) জায়গায় নিজের মুখ বসিয়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আর পোস্টে লিখেছেন, অনেকের অনুরোধে, হ্যাপি নিউ ইয়ার।
আরও পড়ুন - স্ত্রী'র সঙ্গে দূরত্ব...তাই রান পাচ্ছে না স্মিথ: Kim Hughes
সোশ্যাল সাইটে নানান মজার Tiktok ভিডিয়ো তৈরি করে আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। লকডাউনে তো জমিয়ে দিয়েছিলেন তিনি। বলিউডি আইটেম গান 'শিলা কি জওয়ানি'-তে মেয়ের সঙ্গে তুমুল নাচ থেকে তামিল গানে স্ত্রীর সঙ্গে নেচেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আবার বাহুবলী- ছবির দৃশ্যে সেনাবাহিনীর পোশাকে সাজ থেকে অক্ষয় কুমারের নকল করে নাচ- সবেতেই জুড়ি মেলা ভার অস্ট্রেলিয়ার ওপেনারের। ইনস্টাগ্রামে তো পাঁচ মিলিয়ন ফলোয়ার ওয়ার্নারের (David Warner)।
চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলেননি ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে শেষ দুটি টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরেছেন তিনি। সিডনিতে ওয়ার্নারকে (David Warner)খেলাতে মরিয়া টিম অস্ট্রেলিয়া।
আরও পড়ুন - Melbourne-এর রেস্তোরাঁয় Rohit-Rishabh'দের বিল মেটালেন ভারতীয় ভক্ত