পথ সুরক্ষায় পূজারাকে দেখে শিখতে বলছে কলকাতা পুলিস

বৃহস্পতিবার অ্যাডিলেডে পূজারার ব্যাঘ্রবিক্রমের পর আজই পথ সুরক্ষায় ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে প্রচার করল কলকাতা পুলিস।

Updated By: Dec 7, 2018, 11:45 AM IST
পথ সুরক্ষায় পূজারাকে দেখে শিখতে বলছে কলকাতা পুলিস

নিজস্ব প্রতিবেদন: কঠিন রাস্তায় সামলে চলতে হয়। কোনও তাড়াহুড়ো করলে চলে না। সময় নিয়ে আসতে আসতে এগিয়ে যেতে হয়। তাহলে বিপদও যেমন এড়ানো যায়, তেমন অভিষ্ট লক্ষ্যেও পৌঁছনো যায় সহজেই। অ্যাডিলেড টেস্টে ধৈর্য, সংযম আর দায়িত্ববোধ দেখিয়েই লক্ষ্যে পৌঁছলেন চেতেশ্বর পূজারা। ২৪৬ বলে ১২৩ রান, পূজারার এই ইনিংস দেখেই শিখতে বলছে কলকাতা পুলিস। বিশেষ করে যারা শহর কলকাতায় গাড়িঘোড়া নিয়ে যাতায়াত করেন তাঁদের কাছে ‘পূজারার ডিফেন্স’ মার্গদর্শন করাতে পারে। বৃহস্পতিবার অ্যাডিলেডে পূজারার ব্যাঘ্রবিক্রমের পর আজই পথ সুরক্ষায় ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে প্রচার করল কলকাতা পুলিস।

আরও পড়ুন- পূজারার শতরানে অ্যাডিলেডে লড়াই করার মতো রান তুলল ভারত

মোদ্দা কথা, নিয়ম মেনে গাড়ি চালানোর উপর জোর দিচ্ছে প্রশাসন।  মোটরবাইক আরোহীদের ক্ষেত্রে যেমন হেলমেট অত্যাবশ্যক, তেমনই চার চাকা গাড়ি চালানোর সময় অত্যন্ত জরুরি সিট বেল্ট বাঁধা। কেন্দ্র সরকার তো বটেই রাজ্য সরকারও নাগরিকের পথ সুরক্ষায় একাধিক কর্মসূচি নিয়েছে। এতে যেমন রয়েছে পথ সুরক্ষা সপ্তাহ পালন কর্মসূচি, তেমনই রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফের মতো সচেতনতামূলক কর্মসূচিও। রাজ্যের পরিবহণ দফতর, প্রশাসন এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। যার ফলও হাতেনাতে মিলেছে। দেশের নিরিখে এই রাজ্যে পথ দুর্ঘটনাও অনেক কম ঘটছে। আর এই ধরনের অভিনব প্রচারে নাগরিকদের মধ্যে পথ সুরক্ষা সচেতনতা আরও বাড়বে বলেই মত ওয়াকিফহাল মহলের।

উল্লেখ্য, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহারণে নেমেছে ভারত। প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছে বিরাট ব্রিগেডকে। মুরলি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা যখন একের পর এক ব্যর্থ হয়েছেন তখন পরিত্রাতা হয়ে ভারতকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গিয়েছেন একা চেতেশ্বর পূজারা। সারাদিন ব্যাট করে শতরান তুলে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। রান আউট না হলে হয়ত ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতেন তিনি।

আরও পড়ুন- ‘কেন বেপরোয়াভাবে উইকেট দিয়ে এলে’, তুমুল সমালোচনার মুখে রোহিত

দ্বিতীয় দিনের শুরুতেই ২৫০ রানে অল আউট হয়ে যায় ভারত। ব্যাট করতে নেমে অজি ব্যাটিংও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। ঈশান্ত, বুমরাহ, শামিদের সঙ্গে সবুজ পিচে স্পিন বোলিংয়ে ব্যাগি গ্রিনদের আটকে দিয়েছেন অশ্বিনও।

স্কোর:

ভারত – ২৫০ (চেতেশ্বর পূজারা ১২৩)

অস্ট্রেলিয়া – ১৩২/৬ (রবিচন্দ্রন অশ্বিন ৩/৩৮)  

.