WATCH DGMO Rajiv Ghai On Virat Kohli: অপারেশন সিঁদুরেও কিং কোহলি! চলছিল DGMO-র হাইভোল্টেজ বৈঠক, সেনা কর্তা বললেন...
DGMO Rajiv Ghai On Virat Kohli: অপারেশন সিঁদুরেও বিরাট কোহলি! DGMO-র হাইভোল্টেজ বৈঠকে উঠল ভারতীয় ক্রিকেটের মহারথীর প্রসঙ্গ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৭ মে রোহিত শর্মা (Rohit Sharma Test Retirement) টেস্টকে আলবিদা বলেছিলেন। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলির গলাতেও একই সুর (Virat Kohli Test Retirement)। বিসিসিআইকে যখন (BCCI) বিরাট তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন। তখন বিরাটের কাছে বোর্ড অনুরোধ করেছিল ইংল্যান্ড সিরিজ খেলে টেস্টের গল্প শেষ করতে। তবে বিরাট অনড় রইলেন নিজের সিদ্ধান্তে। সোম সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন যে, '১৪ বছরের যাত্রাপালা এবার শেষ'।
আরও পড়ুন: আজ অস্তাচলে বিরাট রাজা, কেন সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং #269!
এদিনই আবার তিন বাহিনীর সেনা কর্তারা ডিডিএমও পর্যায়ের হাইভোল্টেজ বৈঠকে বসেছিলেন। সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এর বিষয়ে সাংবাদিক সম্মেলন হয়েছিল এদিন। যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার হামলার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছিল। বৈঠক করেছিলেন বিমানবাহিনীর মহাপরিচালক এয়ার মার্শাল এ কে ভারতী, সামরিক অভিযানের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং নৌবাহিনীর মহাপরিচালক ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ।
আরও পড়ুন: ভারতের প্রবল ভয়ে জিন্নাহকে স্মরণে করে অঝোরে কাঁদছেন পাকিস্তানের বাবর আজম...
রাজীব ঘাই বলেন, 'আজ মনে হয় ক্রিকেট নিয়েও কথা বলা উচিত। আমি দেখলাম যে, বিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। অনেক ভারতীয়ের মতো সেও আমার প্রিয় ক্রিকেটার।' ভারতীয় সেনার অপারেশনের সঙ্গে ক্রিকেটের তুলনা টেনে তিনি বলেন, 'সাতের দশকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে বিখ্যাত অ্যাশেজ সিরিজ চলাকালীন, অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ফাস্টবোলার - জেফ থমসন এবং ডেনিস লিলি ইংলিশ ব্যাটিং লাইনআপে ছারখার করে দিয়েছিল। তাদের আধিপত্য এতটাই অপ্রতিরোধ্য ছিল যে, অস্ট্রেলিয়ানরা একটি প্রবাদ তৈরি করেছিল: 'ছাই থেকে ছাই এবং ধুলো থেকে ধুলো, যদি থমো তোমাকে না পায়, তাহলে লিলি অবশ্যই পাবে।' আপনি যদি খতিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি!- এমনকী যদি সব স্তরগুলি পেরিয়ে যেতেও সক্ষম হতেন, তাহলেও গ্রিড সিস্টেমের একটি স্তর আপনাকে নিশ্চিত ভাবেই আটকে যেতে হত।' ভারতের দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশংসায় রাজীব ক্রিকেটের তুলনা টেনেছেন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)