ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি নিজের ছায়া দেখছেন বিরাট কোহলির মধ্যে। মাহির নেতৃত্বে ভারত টেস্টে শীর্ষে পৌছেছিল। টেস্ট ক্রিকেটে ভারত অধিনায়কের ব্যাটন এই মূহুর্তে বিরাট কোহলির হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন ভারত টেস্টে আইসিসি RANKING-এ এক নম্বরে পৌছেছিল। কিন্তু সেই স্থান ধরে রাখতে পারেনি। তবে ধোনি কোহলির উপর আস্থা রাখছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে


তাঁর দাবি আগামী মরসুমের শেষেই টেস্টে ভারত বিরাট কোহলির নেতৃত্বে এক নম্বরে পৌছে যাবে। এবার  ঘরের মাঠে ভারত নিউজিল্যান্ড,ইংল্যান্ড,অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে মোট তেরোটি টেস্ট ম্যাচ খেলবে। মাহির আশা এই সিরিজগুলো জিতে ভারত এক নম্বরে উঠে আসবে।


আরও পড়ুন  যাঁর জন্মদিনে ১৩০ কোটির দেশের আজ ক্রীড়াদিবস, তাঁকেই জানবেন না?