টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইডেনকে আইসিসির ক্লিনচিট

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইডেনকে ক্লিনচিট দিল আইসিসি। বৃহস্পতিবার ইডেন পরিদর্শন করেন আইসিসি কর্তারা। ইডেনের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রতিনিধিরা।

Updated By: Dec 11, 2015, 07:56 AM IST
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইডেনকে আইসিসির ক্লিনচিট

ব্যুরো:টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইডেনকে ক্লিনচিট দিল আইসিসি। বৃহস্পতিবার ইডেন পরিদর্শন করেন আইসিসি কর্তারা। ইডেনের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রতিনিধিরা।

টি -টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভেনু হিসেবে ইডেন গার্ডেন্স উপযুক্ত বলে জানাল আইসিসির প্রতিনিধিরা। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এদিন ইডেন ঘুরে দেখেন। মাঠ পরিদর্শনের পর সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি ও যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে এক ঘন্টা বৈঠক করেন টেটলি। তারা সিএবি কর্তাদের জানান ইডেনের ক্রিকেটীয় পরিকাঠামো দেখে তারা খুশি।
                                          
 ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরুষদের ফাইনালের দিনই অনুষ্ঠিত হবে মহিলাদের ফাইনাল। তাই আইসিসির প্রতিনিধিরা চারটি ড্রেসিংরুম প্রস্তুত রাখতে বলেছেন। পাশাপাশি তারা স্কোর বোর্ডের আধুনিকীকরণের প্রস্তাব রাখেন। সৌরভ গাঙ্গুলি অবশ্য তাদের জানিয়ে দেন ইতিমধ্যেই বিশ্বকাপের আগে আধুনিক মানের স্কোর বোর্ড তৈরির পরিকল্পনা তারা নিয়ে ফেলেছেন।

.