মরগ্যানের সঙ্গে ইস্টবেঙ্গলের মধুচন্দ্রিমা শেষের পথে

চলতি মরসুমের শেষেই সম্ভবত অসি কোচ ট্রেভর জেমস মরগ্যানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে ইস্টবেঙ্গলের। বিভিন্ন কারণে দুপক্ষই আগ্রহী সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে।

Updated By: Feb 15, 2012, 09:02 PM IST

চলতি মরসুমের শেষেই সম্ভবত অসি কোচ ট্রেভর জেমস মরগ্যানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে ইস্টবেঙ্গলের। বিভিন্ন কারণে দুপক্ষই আগ্রহী সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে।
ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে মরগ্যানের সম্পর্ক এখন তলানিতে। মরসুমের শুরুতে রন্টি মার্টিনসকে না নিয়ে অ্যালান গওকে নেওয়া থেকেই সম্পর্ক খারাপ হচ্ছিল দুই পক্ষের। মরসুমের মাঝপথে এডমিলসনকে চাপিয়ে দেওয়াকেও মেনে নিতে পারেননি মরগ্যান। লাল-হলুদ কর্তারা সম্ভবত মরগ্যানকে বোঝাবেন নিজ থেকেই সরে যাওয়ার জন্য।
মরগ্যানের এখন পর্যন্ত যা চিন্তাভাবনা, তাতে তিনিও সম্ভবত সেই প্রস্তাবে রাজি হয়ে যাবেন। আগামী মরসুমে বিকল্প কোচের ভাবনাচিন্তাও শুরু হয়ে গেছে লাল-হলুদে। গোয়ায় কোচিং করানো দুই বিদেশি কোচের নাম উঠছে মরগ্যানের বিকল্প হিসাবে। ম্যানুয়েল গোমস চার্চিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা ভাবছেন ক্লাবকর্তারা।

.