India-Pakistan Tension IPL 2025: 'টাকা ভুলে ঘরে ফেরো', ভারত আর মোটেই নিরাপদ নয়! স্টার্করা ছাড়ছেন আতঙ্কের আইপিএল...

IPL 2025: ভারত-পাকিস্তান উত্তেজনার পর এখন আতঙ্কের আইপিএল হয়ে গিয়েছে। একাধিক বিদেশি দেশে ফিরছেন। বিরাট ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস 

শুভপম সাহা | Updated By: May 16, 2025, 01:19 PM IST
India-Pakistan Tension IPL 2025: 'টাকা ভুলে ঘরে ফেরো', ভারত আর মোটেই নিরাপদ নয়! স্টার্করা ছাড়ছেন আতঙ্কের আইপিএল...

জি ২৪ ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) উত্তেজনায় বন্ধ হয়েছিল আইপিএল (IPL 2025), দুই দেশের সংঘর্ষবিরতির পর ফের শুরু হচ্ছে কোটিপতি লিগ। ১৭ মে অর্থাত্‍ আগামিকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) ম্যাচ দিয়ে বেঙ্গালুরুতে আইপিএল শুরু হচ্ছে সাময়িক ব্রেকের পর। তবে ভারত আর মোটেই নিরাপদ নয় বলেই মনে করছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি বিদেশিরা। 

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অজি ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্ক (Jake Fraser-McGurk) ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছেন আগেই। তার পরিবর্তে পার্থ জিন্দালের টিম লিগের শেষ লগ্নে দলে নিয়েছে বাংলাদেশি (Bangladesh) বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। দিল্লি ফের ধাক্কা খেল। এবার জানা যাচ্ছে আইপিএলের বাকি পর্বে নাকি, দলের অস্ট্রেলীয় স্টার মিচেল স্টার্ককে (Mitchell Starc) পাবে না তারা। এই মরসুমে বিশ্বকাপজয়ী স্টার্কই ডিসি'র সর্বাধিক উইকেট শিকারি। ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। স্টার্ক দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও পড়ুন: 'আমাদের সম্পর্ক কখনই... '! সংঘর্ষবিরতির পরেই পাক 'বন্ধু'কে নিয়ে বিস্ফোরক নীরজ

ডিসি-র আরেক তারকা ফাফ দু প্লেসিসকেও (Faf du Plessis) নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকা থেকে তিনি আদৌ ভারতের ফিরবেন কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানতে পারেনি দিল্লি। ওদিকে আরেক প্রোটিয়া ব্যাটার ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) লিগ পর্ব খেললেও, দিল্লি যদি ফাইনালে ওঠে, তাহলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য সম্ভবত তিনি দিল্লি ছাড়বেন। আইপিএলে এই মুহূর্তে ১১ ম্যাচের পর ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচে দিল্লি। প্লে-অফে ওঠার দাবিদার। তবে যেভাবে দিল্লি একের পর এক ধাক্কা খাচ্ছে, তাতে করে তাদের লড়াই কিন্তু রীতিমতো কঠিন হতে চলেছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়াও কিছুদিন আগে আইপিএল সংক্রান্ত এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, 'আইপিএল ফের পুনরায় শুরু হচ্ছে। এই ঘোষণার পরেই ক্রিকেট অস্ট্রেলিয়া, তাদের খেলোয়াড়দের ভারত থেকে ফেরা বা না ফেরার ব্যক্তিগত সিদ্ধান্তই সমর্থন করবে। আইপিএলের বাকি ম্যাচগুলিতে খেলতে পছন্দ করা খেলোয়াড়দের জন্য টিম ম্যানেজমেন্ট ডব্লিউটিসি ফাইনালের প্রস্তুতি নিয়ে কাজ করবে। নিরাপত্তা ব্যবস্থা এবং সুরক্ষা নিয়ে আমরা অস্ট্রেলিয়ান সরকার এবং বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।'

প্রাক্তন অজি পেসার মিচেল জনসন কিন্তু অজি ক্রিকেটারদের সাফ বলে দিয়েছেন যে, টাকা ভুলে ঘরে ফিরতে। তাঁর মতে ভারত এখন আর মোটেই নিরাপদ নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, সামনে অনেকেরই আইসিসি শো-পিস ইভেন্ট রয়েছে। ওয়েস্ট অস্ট্রেলিয়ানের কলামে লিখেছেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, তবে সেই পছন্দের বোঝা কিন্তু ভারী হতে পারে। আজকাল ক্রিকেটে হয়তো অনেক টাকা পাওয়া যায়, তবুও তা কেবলই একটি খেলা, এবং এই সপ্তাহান্তে আইপিএল বিরতির পর যা তীব্রভাবে ফোকাসে আসবে। যদি আমাকে ভারতে ফিরে গিয়ে টুর্নামেন্ট শেষ করার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেটা হবে সহজ সিদ্ধান্ত। তবে আমি বলব না। জীবন এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পে চেক নয়। আর ভুললে চলবে না যে, কিছু অস্ট্রেলিয়ান এবং দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়কে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতিও নিতে হবে। আইপিএল ফাইনাল এখন ৩ জুনে পিছিয়ে দেওয়া হয়েছে। লর্ডসে ডব্লিউটিসি ফাইনাল শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে, টেস্ট ক্রিকেটের শোপিস ম্যাচের কথা বিবেচনা করতে হবে। সেই ভাবে খেলোয়াড়দের প্রস্তুতির বিষয়ও রয়েছে।'

আরও পড়ুন: বিদ্বেষের চরমে ইউনূসের বাংলাদেশ, তাও পদ্মাপাড়ের ক্রিকেটার আইপিএলে! তুমুল শোরগোল

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও প্যাট কামিন্স (Pat Cummins) ও ট্র্যাভিস হেড (Travis Head) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে খেলবেন। আরসিবি-র জশ হ্যাজেলউড (Josh Hazlewood) (কাঁধের চোট) এবং পঞ্জাব কিংসের (PBKS) জশ ইংলিসও (Josh Inglis) অংশগ্রহণ নিশ্চিত করেননি, তবে লখনউ সুপার জায়ান্টসের (LSG) মিচেল মার্শ (Mitchell Marsh) নিশ্চিত ভাবেই আইপিএলে ফিরবেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.