স্যার সোবার্সের এই রেকর্ড এখনও কোনও ক্রিকেটার ভাঙতে পারেননি
সৌরভ পাল
স্যার ইয়ান বোথাম, রিচার্ড হেডলি, কপিল দেব, দ্য গ্রেট ইমরান খান, জ্যাক কালিস-নামগুলো দিনের সঙ্গে সঙ্গেই তালিকা বাড়িয়ে চলতে থাকে। বিশ্বের সর্বকালের সেরা অল-রাউন্ডার এরাই। তবে স্যার গ্যারি সোবার্সই প্রথমজন যিনি এই রাস্তাটা তৈরি করে দিয়েছেন, যে পথ দিয়ে একে একে স্যার ইয়ান বোথাম, রিচার্ড হেডলি, কপিল দেব, ইমরান খান, জ্যাক কালিসরা হেঁটেছেন। হঠাৎ আজ কেন তাঁর কথা? ক্রিকেটের এই চরিত্রকে নিয়ে কথা বলতে কোনও বিশেষ দিনের প্রয়োজন হয় না, কারণ মানুষটিই 'বিশেষ'। তবুও আজ বিশেষ্যে বিশেষণ একটা নয় হাজারটা যোগ করা যায়, কারণ আজ স্যার সোবার্সের জন্মদিন। ৭৯ বছর থেকে ৮০ তে পা রাখলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। জন্ম ২৮ জুলাই, ১৯৩৬। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১৯৫৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত।
গ্যারি সোবার্স জীবনে মাত্র একটি ওয়ানডে আন্তর্জাতিক খেলেছেন। কোনও রান করেননি, ঝুলিতে ছিল একটিই উইকেট। তবে টেস্ট কেরিয়ারে স্যার সোবার্স সবার ওপরেই। ৯৩ টেস্টে ৮০৩২ রান। ২৬টি শতরান আর ৩০টি অর্ধ শতরান। এটা অবশ্যই আলাদা করে মনে করিয়ে দেওয়া, স্যার গ্যারি সোবার্স মাত্র ২১ বছর বয়সেই ট্রিপল সেঞ্চুরি করেছেন। ওই ইনিংসে তিনি অপরাজিত ৩৬৫*। এখনও পর্যন্ত এই রেকর্ড কোনও ক্রিকেটার ভাঙতে পারেননি। গোটা টেস্ট কেরিয়ারে উইকেট নিয়েছেন ২৩৫টি। ক্যাচ ধরেছেন ১০৯টি। তাঁর অল-রাউন্ড ক্রিকেট তাঁকে 'সর্বাধিনায়ক' করে তুলেছে।
আর এই তথ্যটিও জেনে রাখা ভালো, ছয় বলে ছয়টি মারার রেকর্ড যিনি সর্বপ্রথম করেছেন, তিনি স্যার গ্যারি সোবার্স।