WATCH | IPL 2025 | Harbhajan Singh Controversy: ঠিক যেন কালো ট্যাক্সি! আর্চারকে বর্ণদ্বেষী বাণ মেরে বিপদে ভাজ্জি...
WATCH | IPL 2025 | Harbhajan Singh Controversy: জোফ্রা আর্চার 'কালো ট্যাক্সি'! চরম বর্নবিদ্বেষী কথা বলে বিতর্কের মুখে হরভজন। বর্ণবিদ্বেষী মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি দিতে পারে হরভজনকে। আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে পারেন তিনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:আইপিএল (IPL 2025) শুরু হতে না হতেই বিতর্ক। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল-এর ম্যাচে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফরা আর্চার সম্পর্কে বর্ণবিদ্বেষী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এই ঘটনাটি ঘটে,যখন প্রথম ইনিংসের ১৮তম ওভারে আর্চার এসআরএইচ ব্যাটসম্যান ইশান কিশান এবং হেনরিখ ক্লাসেনকে বল করছিলেন। ক্লাসেন আর্চারের বিরুদ্ধে পরপর বাউন্ডারি মারার পর বিতর্কিত মন্তব্যটি আসে।রাজস্থানের কৃষ্ণাঙ্গ পেসার জোফরা আর্চারকে ‘কালো ট্যাক্সি’বলে উল্লেখ করেন।হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন রাজস্থানের এই পেসার।আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড এটি। হরভজন বলেন,"লন্ডন মে কালি ট্যাক্সি কা মিটার তেজ ভাগতা হ্যায়, অর ইয়াহা পে আর্চার সাহাব কা মিটার ভি তেজ ভাগা হ্যায়"(লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব তাড়াতাড়ি ছোটে। আর এখানে আর্চার সাহেবের মিটারও তাড়াতাড়ি ছুটছে)। এই মন্তব্যের ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, ভক্তরা হরভজনকে আইপিএল ২০২৫ এর ধারাভাষ্য প্যানেল থেকে অবিলম্বে অপসারণের দাবি জানান।তবে ভাজ্জির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারেও বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠেছিল হরভজনের বিরুদ্ধে। এবার ধারাভাষ্যের সময় একই অভিযোগ উঠল। ইতিমধ্যে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ গিয়েছেন ইরফান পাঠান। তারকা ক্রিকেটারদের নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করেছেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
Harbhajan Singh (@harbhajan_singh) has called @JofraArcher a "black London taxi" during live commentary.
অন্যদিকে, সানরাইজার্সের জন্য এটি একটি রেকর্ড গড়ার দিন ছিল। তারা টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থবারের মতো ২৫০-র বেশি রান সংগ্রহ করেছে, যা কোনও দলের জন্য সর্বোচ্চ।তবে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ভাঙতে তারা মাত্র দুই রানের জন্য ব্যর্থ হয়। ইশান কিষান সানরাইজার্সের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, মাত্র ৪৫ বলে তার আইপিএল কেরিয়ারের প্রথম শতক পূর্ণ করেন। আইপিএল (IPL 2025) -এ রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তাদের অভিযানের সূচনা দুর্দান্তভাবে করেছে।
আরও পড়ুন: IPL 2025 | LSG vs. DC: আজ দিল্লি ক্য়াপিটালস বনাম লখনউ সুপার জায়ন্টস, কার পাল্লা ভারী? দলে থাকছে কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)