বিরাট কোহলির সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন বাবর আজম
পাকিস্তান ক্রিকেটের নতুন প্রতিভাদের মধ্যে তাঁকেই বাঁছা হচ্ছে সেরা।বলা হচ্ছে, বাবরের ব্যাটে ভর করেই এগিয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট। সেইজন্য পাক ক্রিকেট সমর্থকরা বাবর আজমের সঙ্গে তুলনা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলিরও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং বাবর। তিনি বলেছেন, `বিরাট কোহলি এবং আমার চরিত্র একেবারেই আলাদা। বিরাট বিরাটের মতো। আমি আমার মতো। আমি নিজের সেরাটা দিতে মাঠে নামি। চাই, পাকিস্তানের জয়ে নিজের ভূমিকা রাখতে। অবশ্যই, বিরাট যেমন ভারতের জন্য ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে, তেমনই পাকিস্তানের হয়ে আমিও তেমন করতে চাই।`
ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের নতুন প্রতিভাদের মধ্যে তাঁকেই বাঁছা হচ্ছে সেরা।বলা হচ্ছে, বাবরের ব্যাটে ভর করেই এগিয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট। সেইজন্য পাক ক্রিকেট সমর্থকরা বাবর আজমের সঙ্গে তুলনা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলিরও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং বাবর। তিনি বলেছেন, 'বিরাট কোহলি এবং আমার চরিত্র একেবারেই আলাদা। বিরাট বিরাটের মতো। আমি আমার মতো। আমি নিজের সেরাটা দিতে মাঠে নামি। চাই, পাকিস্তানের জয়ে নিজের ভূমিকা রাখতে। অবশ্যই, বিরাট যেমন ভারতের জন্য ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে, তেমনই পাকিস্তানের হয়ে আমিও তেমন করতে চাই।'
আরও পড়ুন রানের বিচারে টি২০ ক্রিকেটে বিরাট কোহলিকেও টপকে গেলেন মহম্মদ শাহাজাদ
আপাতত যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেললেন, তাতে কোন বোলারকে সামলাতে সবথেকে বেগ পেতে হয়েছে? এই প্রশ্নের উত্তরে বাবার বলেছেন, 'অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কই সেরা। যাঁদের বোলিংয়ের বিরুদ্ধে আমি খেলেছি।'
আরও পড়ুন পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন মার্লন স্যামুয়েলস?