India vs Bangladesh | AFC Asian Cup Qualifier: হামজা যত গর্জালেন তত বর্ষালেন না! গোলের সহজ সুযোগ নষ্ট সুনীলদের...

India vs Bangladesh: এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করল ভারত! সহজ গোলের সুযোগ নষ্ট সুনীল ছেত্রীর

Updated By: Mar 25, 2025, 09:28 PM IST
India vs Bangladesh | AFC Asian Cup Qualifier: হামজা যত গর্জালেন তত বর্ষালেন না! গোলের সহজ সুযোগ নষ্ট সুনীলদের...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ( AFC Asian Cup Qualifier) মঙ্গলবার, আজ ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) খেলতে নেমেছিল শিলংয়ের জহওরলাল নেহেরু স্টেডিয়ামে। ফিফা ক্রমতালিকায় ভারত ১২৬ নম্বরে, সেখানে বাংলাদেশ ১৮৫! ফারাকটা দিনের আলোর মতোই স্পষ্ট। তবে এদিন খেলায় খুব একটা বেশি ফারাক দেখা গেল না। উল্টে তপু বর্মণদের বিরুদ্ধে সুযোগ নষ্ট করে সুনীল ছেত্রীরা গোলশূন্য ড্র করলেন! ভারতের ছন্নছাড়া ফুটবল দেখে মনে হল না, কিছুদিন আগে ঠিক এই মাঠেই ভারত ৩-০ গোলে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলদ্বীপকে উড়িয়ে দিয়েছিল। মানোলো মার্কেজের টিমের জেতার তাগিদই দেখল না শিলং!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এই মহাসংগ্রামের আগে বাংলাদেশের মিডিয়া ফলাও করে একজনেরই প্রচার করেছিল। তিনি বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার-হামজা চৌধুরী। যাঁর ঝুলিতে অতীতে লেস্টার সিটির হয়ে ইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে হামজা যত গরজালেন একেবারেই তত বর্ষালেন না! মোটেই তাঁকে দেখে আহামরি কোনও ফুটবলার বলে মনে হয়নি। ঘরের মাঠে এদিন সুনীলরা যেভাবে পয়েন্ট নষ্ট করলেন, তা নিয়ে মার্কেজকে আলাদা করেই দলের সঙ্গে বৈঠক সারতে হবে। এদিন খেলা শুরুর এক মিনিটের ভিতর বাংলাদেশ জালে বল জড়িয়েই দিচ্ছিল প্রায়। মোহনবাগানের তারকা গোলরক্ষক বিশাল কাইথ, এদিন তিনি সতীর্থকে পাস দিতে গিয়ে পদ্মাপারের জনি হোসেনকে বল দিয়ে ফেলেন। জনি সরাসরি গোল লক্ষ্য করে শট করেছিলেন ঠিকই, তবে পরাস্ত হয়েছিলেন। প্রথমার্ধে ভারতকে রীতিমতো চাপেই ফেলে দিয়েছিল বাংলাদেশ। ছোট ছোট পাস খেলে খেলার গতি বাড়ানোই নয়, শারীরিক দক্ষতাতেও বাংলাদেশ কিন্তু ভারতকে পিছনে ফেলে দিয়েছিল।

দ্বিতীয়ার্ধে ভারত অনেক বেশি খেলায় ফিরেছিল। লিস্টন কোলাসো ও উদান্ত সিংরা দুই প্রান্ত অনেক বেশি সচল রেখেছিলেন। লিস্টন নিঃসন্দেহে দারুণ খেলেছেন। তাঁর ক্রস থেকেই সুনীলের কাছে গোল করার সুযোগ চলে এসেছিল। লিস্টনের পাশাপাশি দারুণ নজর কাড়লেন  শুভাশিস বোস। মোহনবাগানকে আইএসএল লিগ শিল্ড জেতানো অধিনায়ক এদিন অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক গোলের স্বাদ পেলেন না। ৮৩ মিনিটে ভারতের কাছে ছিল সোনালি সুযোগ। অরক্ষিত অবস্থায় সুনীল বল পেয়ে গোলে রাখতে পারলেন না। সুনীল নিজেও বুঝতে পারেননি যে, তাঁকে হতাশ হতে হবে। এই গোলই কিন্তু হিসেব লিখে দিতে পারত। তবে সংযুক্তি সময়ে ভারতের রক্ষণ রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। কাইথ এদনি বিশাল না হয়ে উঠতে পারলে, বাংলাদেশে সেলিব্রেশন শুরু হয়ে যেত...

আরও পড়ুন: 'টুটা হ্যায় গাব্বা কা ঘামান্ড?' মুছে যাচ্ছে ঐতিহাসিক স্টেডিয়াম! আজ ভাষাহীন বাইশ গজ

আরও পড়ুন:  রাহুল কাণ্ডের 'অভিশপ্ত' স্মৃতি ফিরল, এবার মালিকের নিশানায় পন্থ! ঠিক কী ঘটেছিল রাতে?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.