India squad for England series 2025: ১৯০ টেস্টের অভিজ্ঞতা! রোহিত-কোহলির পরবর্তী কে?

India squad for England series 2025: ১৯০ টি টেস্ট অভিজ্ঞতা! কে হবে রোহিত-কোহলি পরবর্তী যুগের কান্ডারী? ঘরের মাঠে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ায় পরাজয়, টেস্টে সাম্প্রতিক টানাপোড়েন। কোহলির পর শূন্যতা স্পষ্ট-

Updated By: May 24, 2025, 12:15 PM IST
India squad for England series 2025: ১৯০ টেস্টের অভিজ্ঞতা! রোহিত-কোহলির পরবর্তী কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে ‘পরবর্তী প্রজন্মের’প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন হল কাজ হবে বিগত দশকের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মার শূন্যস্থান পূরণ করা। আইপিএল-এর ঠিক পরপরই ইংল্যান্ডে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৭ থেকেই ভারতের টেস্ট জয় অধরা। নবাগতদের দলে স্বাগত জানালেও, রোহিত এবং কোহলির ১৯০ টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতার অভাব ভারতের ইংল্যান্ড সফরকে আরও কঠিন করে তুলতে পারে। 

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এবং তারপরে অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে পরাজয়, টেস্টে সাম্প্রতিক টানাপোড়েন সৃষ্টি করে। রোহিত সিরিজের প্রথম ম্যাচে খেলতে না পারায় নির্ভরযোগ্য ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল এবং কে.এল. রাহুল এইসময়ে ত্রাতা রুপেই আবির্ভূত হয়েছিলেন। জয়সওয়াল অস্ট্রেলিয়ার প্রথম সফরে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। অ্যাডিলেডে ফিরে রোহিতের ৬ নম্বরে নেমে যাওয়া এবং পরের দুটি টেস্টের জন্য রাহুলের নিজেকে ম্যাচ-ওপেনার হিসেবে বজায় রাখা বুঝিয়ে দেয় যে, দীর্ঘতম ফর্ম্যাটে অধিনায়কের দিন শেষ হয়ে গেছে। শেষ ১৫টি টেস্ট ইনিংসে ১০.৯৩ গড়ে ১৬৪ রান করেন রোহিত। এই সময়ে রোহিতের অবসরের ঘটনা খুব বেশি চিন্তার কারণ না হলেও সম্প্রতি বিরাট কোহলিরও অবসর ঘোষণা গোটা বিশ্বকে অস্বস্তিতে ফেলেছে। 

আরও পড়ুন:  বড় ঘোষণা ক্রীড়া মন্ত্রকের! অলিম্পিক্সের আগেই বিশেষ সুবিধা পাবেন এই খেলোয়াড়রা...

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ নম্বরে সচীন তেন্ডুলকরের ব্যাটিংয়ে নামার পর থেকে ২০১৩ সালে কোহলি পর্যন্ত, টপ ও মিডল ব্যাটিং অর্ডার ভারতের দীর্ঘতম ফর্ম্যাটে সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কোহলির পর এই শূন্যতা স্পষ্ট।  

মিউজিক্যাল চেয়ার

দ্রাবিড়, লক্ষ্মণ এবং তেন্ডুলকারের পর এই দশকও 'রোহিত-কোহলি এরা' (Ro-Ko Era) নামেই পরিচিত হবে। জয়সওয়াল, রাহুল এবং শুভমন গিল আগামী বছরগুলিতে শীর্ষ চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে তা নির্ধারণ হবে কে ৪ নম্বরে আছেন তার উপর। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহলির অনুপস্থিতিতে এই স্থানের জন্য মিউজিক্যাল চেয়ারে ছিলেন রাহুল, শ্রেয়স আইয়ার, রজত পাটিদার এবং দেবদত্ত পাড্ডিকল। কিন্তু শ্রেয়স এবং পাটিদার বর্তমানে কোনও পরিকল্পনায় নেই এবং পাড্ডিকল চোট থেকে সেরে উঠছেন। এই সময় ব্যাটিং-অর্ডার পুনর্গঠনে রাহুলকে ওপেনার হিসেবে অথবা ৪ নম্বরে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এর ফলে গিল তার পছন্দের ৩ নম্বর স্থান থেকে সরে জয়সওয়ালের সঙ্গে টপ অর্ডারে পার্টনারশিপ করতে পারেন। অন্যদিকে, আইপিএল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সাই সুদর্শন অভিষেকের জন্য প্রস্তুত। তবে, শুরুতেই তাকে ওপেনিংয়ে নাও দেখা যেতে পারে। প্রথম শ্রেণীর ক্রিকেটে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৬ নম্বরে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফিতে জয়সওয়াল এবং নীতিশ কুমার রেড্ডিরাও ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন। 

আরও পড়ুন: নাইট পাঠশালায় পণ্ডিত অতীত! হটসিটে বিশ্বজয়ী প্রাক্তন রত্ন ,২৩.৭৫ কোটির স্টারকেও...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.