IPL 2025 Opening Ceremony: ঘরে বসেই আরামে দেখুন উদ্বোধনী অনুষ্ঠান; বিশদে জানুন ৩৫ মিনিটের ধামাকার সব আপডেট
IPL 2025 Opening Ceremony: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের এ-টু-জেড জানুন এক প্রতিবেদনেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক একদিন। আগামিকাল, শনিবার আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। উত্তেজনার পারদ তুঙ্গে। বল গড়ানোর তর সইছে না দুই দলের সমর্থকদের।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
শুধুই তো আর কেকেআরের হয়ে গলা ফাটানো নয়, রয়েছে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠান। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সুরের সাগরে ডোবার সঙ্গেই থাকবে দিশা পাটানির (Disha Patani) আগুনে সেঁকার সুযোগ। পঞ্জাবি জনপ্রিয় গায়ক করণ আউজলাও (Karan Aujla) মঞ্চ মাতাবেন। যাঁরা মাঠে গিয়ে আইপিএল দেখতে পারবেন না, তাঁদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। ঘরে বসেই আরামে তা দেখার সুযোগ রয়েছে।
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে?
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ২২শে মার্চ (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে।
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে?
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান কলকাতার আইকনিক ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট কীভাবে কিনবেন?
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আলাদা টিকিটের প্রয়োজন নেই। কেকেআর-আরসিব ম্যাচের টিকিট হাতে থাকলেই, স্ট্যান্ড থেকে অ্যাকশন উপভোগ করতে পারবেন।
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে কে কে পারফর্ম করছেন?
শ্রেয়া ঘোষাল: বাংলার কিংবদন্তি গায়িকা দর্শকদের মুগ্ধ করবেন। তাঁকে কার্যত বরণ করে নেবে ইডেন।
করণ আউজলা: পঞ্জাবি গায়ক তাঁর কিছু চাটর্বাস্টার দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিতে প্রস্তুত।
দিশা পাটানি: বলিউড অভিনেত্রী তাঁর নাচে মঞ্চে আগুন ধরিয়ে দেবেন।
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি কীভাবে দেখবেন?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিওহটস্টার উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি কভারেজ করবে লাইভ স্ট্রিমিংয়ে।
আরও পড়ুন: সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে এবার চৌষট্টি খোপে মুখোমুখি কিংবদন্তি স্পিনার!
আরও পড়ুন: ইডেনে ম্যাচ বাতিল হয়ে গেল! বোধনের আগেই বিসর্জনের সুর, চলে এল বিরাট আপডেট...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)