IPL 2025: ফের শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল-সহ বাকি ম্যাচের সূচি ঘোষণা BCCI-র...
IPL 2025: ভারত-পাকিস্তানে সংঘর্ষের আবহে ইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


জি ২৪ ডিজিটাল ব্যুরো: 'যুদ্ধ' শেষ। ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল। কবে থেকে? জানিয়ে দিল বিসিসিআই। মাঝে বেশ কয়েকটি খেলা বন্ধ ছিল। প্রকাশ করা হল পরিবর্তিত সূচিও।
বিসিসিআই জানিয়েছে, ১৭ মে, শনিবার থেকে ফের আইপিএল শুরু হবে। ৬ শহরে হবে ১৭ ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার। ফাইনাল ৩ জুন, মঙ্গলবার। তবে প্লে অফের খেলা কোথায় হবে, তা অবশ্য জানানো হয়নি।
BCCI is pleased to announce the resumption of the TATA IPL 2025. A total of 17 matches will be played across 6 venues, starting May 17, and culminating in the final on June 3. The revised schedule includes two double-headers, which will be played on two Sundays. The playoffs are… pic.twitter.com/2QiA3cKhEg
— ANI (@ANI) May 12, 2025
এর আগে, বৃহস্পতিবারই ধরমশালায় মাঝ পথেই বাতিল হয়ে যায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপরই জরুরি ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)