জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (IPL 2023) পর্দা উঠেছে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠানের (IPL 2023 Opening Ceremony) মধ্যে দিয়েই। যাকে বলে একেবারে ফ্রাইডে ব্লকবাস্টার। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujrat Titans, GT) ও এমএস ধোনির (MS Dhoni) চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) মুখোমুখি (GT vs CSK) হয়েছিল আইপিএল সিক্সটিনের প্রথম ম্যাচে। তার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী (Narendra Modi Stadium) স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়েছেন দেশের এক নম্বর গায়ক অরিজিত সিং (Arijit Singh)। বাংলার ছেলের সুরসন্ধের পর স্টেজে আগুন জ্বালিয়েছেন দুই লাস্যময়ী দক্ষিণী সুন্দরী অভিনেত্রী- রশ্মিকা মন্দনা (Rashmika mandanna) ও তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia) তাঁরা আগুনে পারফরম্যান্স দিলেন। আর এই সময়ে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রশ্মিকা যখন সুপার হিট সামি সামি  (Saami Saami) গানে নাচছিলেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি সানি। চেয়ার ছেড়ে উঠে একেবারে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন কিংবদন্তি ক্রিকেটার। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নেটে তাণ্ডব করছেন কোহলি, ফাফের সাক্ষাৎকার হয়ে গেল পণ্ড!


রশ্মিকা-তমান্নারা আগুনে পারফরম্যান্স দিলেন ঠিকই। তবে বাংলার ছেলে অরিজিত যা করার আগেই করে দিয়েছিলেন। আহমেদাবাদ মাতিয়ে দেন 'রোম্যান্স কিং' অরিজিত। এমন এক দৃশ্য মাঠে ধরা পড়েছিল, যে যার প্রতিফলন নেটদুনিয়ায় পড়তেই অনুগামীরা উদ্বেল হয়ে যান। অরিজিতের গলায় তখন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার হৃদয় ছুঁয়ে নেওয়া গান 'দেবা দেবা', ঠিক তখনই ক্যামেরা তখন প্যান করেছিল ডাগআউটে। একাকী বসে থাকা সিএসকে অধিপতি ও কিংবদন্তি এমএস ধোনির ওপর। অরিজিতের গান শুনে মাথা দোলাচ্ছিলেন ধোনি। সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আর এছাড়াও অরিজিত ম্যাচের আগে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। সেই ছবি এখনও নেটদুনিয়ায় ঘুরছে। গাভাসকর কিন্তু এই প্রথম খেলার ফাঁকে নাচলেন না। গত ১৩ মার্চ। দক্ষিণের ব্লকব্লাস্টার ছবি 'আরআরআর' ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'নাটু নাটু' কাঁপিয়ে দিয়েছিল অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। অরিজিনাল সং ক্যাটেগরিতে অস্কার জিতেছিল 'নাটু নাটু'। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টের পঞ্চম দিনে খেলা বিশ্লেষণের ফাঁকে ভারতের প্রাক্তন অধিনায়ক  'নাটু নাটু'-তে নেচেছিলেন।