প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ উইকেট! অনন্য নজির গড়লেন James Anderson
আইসিসি টুইট করে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়েছেন এই কীর্তির জন্য।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড ফাস্টবোলার জেমস অ্যান্ডারসন ( James Anderson) প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ উইকেট পেলেন। সোমবার ল্যাঙ্কাশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিরুদ্ধে খেলতে নেমে এই অনন্য রেকর্ড করেন এই প্রজন্মের অন্যতম সেরা জোরে বোলার। কেন্টের হেইনো কুন অ্যান্ডারসনের ১০০০ তম শিকার হন। আইসিসি টুইট করে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়েছেন এই কীর্তির জন্য।
৩৮ বছর বয়সী ব্রিটিশ জোরে বোলার। এদিন তিনি দশ ওভার বল করে ১৯ রান দিয়ে সাত উইকেট তুলে নিয়েছেন। ১৬২ টেস্টে ৬১৭ উইকেট নেওয়া অ্যান্ডারসন সর্বকালের অন্যতম সেরাদেরই একজন। টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় চারে আছেন অ্যান্ডারসন। মুথাইয়া মুরলীথরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলের (৬১৯) পরেই অ্যান্ডারসন। আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে অ্যান্ডারসন আর তিন উইকেট নিলেই কুম্বলকে টপকে তিনে চলে আসবেন। ব্রিটিশ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার নজিরও রয়েছে অ্যান্ডারসনেরই।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)