ঘরের মাটিতে নাইট-বাহিনী
ভারত জয় করে চেন্নাই থেকে কলকাতা ফিরল নাইটরা। সোমবার ১০টা নাগাদ নেতাজি সুভাষ বিমানবন্দরে নামেন কলকাতা নাইট রাইডার্সের। বিমানবন্দরের বাইরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে একে একে ওঠেন গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লরা।
ভারত জয় করে চেন্নাই থেকে কলকাতা ফিরল নাইটরা। সোমবার ১০টা নাগাদ নেতাজি সুভাষ বিমানবন্দরে নামেন কলকাতা নাইট রাইডার্সের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বিমানবন্দরের সামনেই নাইটদের অভ্যর্থনা জানাতে উপস্থিত হন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, সাংসদরা। বিমানবন্দরের বাইরে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। সেই মঞ্চে একে একে ওঠেন গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লরা। রাজ্য সরকারের তরফে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুর মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজয়ী নাইটদের হাতে রাজ্য সরকারের তরফে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। মিনিট পাঁচেকের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নাইট রাইডার্স ক্রিকেটারদের নিয়ে টিম হোটেলের দিকে রওনা হয়ে যায় টিমবাস।
স্বাভাবিকভাবেই অনেক আগে থেকেই বিমানবন্দর চত্বরে জমে উঠেছিল ভক্তদের ভিড়। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই উপস্থিত হয়েছিলেন অসংখ্য ভক্তরা। তবে টিমের সঙ্গে শহরে আসেননি আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজি শাহরুখ খান। তিনি এবং জুহি চাওলা কিছুক্ষণ পরেই দমদমে পৌঁছন।