Ashutosh Sharma And Vipraaj Nigam | IPL 2025: খাদের কিনারা থেকে দলকে জিতিয়েছেন, রইল দিল্লির আশুতোষ-বিপরাজের বায়োডেটা
Ashutosh Sharma and Vipraaj Nigam: রইল আশুতোষ-বিপরাজের পরিচয়, যাঁরা দিল্লির হয়ে ঝড় তুলেছেন...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতানোর দুই কারিগর হলেন- আশুতোষ শর্মা এবং বিপরাজ নিগম। গতকালের ম্যাচের আগে তাঁদের নিয়ে কোনও চর্চা ছিল না। তবে দিল্লির হয়ে প্রথম ম্যাচের পর, তাঁদের নাম এখন সবার মুখে মুখে। রইল আশুতোষ-বিপরাজের পরিচয়...
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
মধ্যপ্রদেশ এবং রেলওয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ২৬ বছর বয়সী আশুতোষ দীর্ঘদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যে ভালো পারফর্ম করা সত্ত্বেও, তাঁকে ম্যাচের বাইরে রাখা হয়েছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে তিনি মাত্র ১১ বলে পঞ্চাশ করেছিলেন।
আশুতোষকে, আশুতোষ ইমপ্যাক্ট শর্মা বললে খুব একটা ভুল হবে না। কারণ যখন সে আইপিএলে একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলে, তখন তাঁকে ভিন্ন স্টাইলে দেখা গিয়েছে। গত মরসুমে, পঞ্জাব কিংসের হয়ে অসাধারণ ইনিংস খেলেছিলেন আশুতোষ। এক ম্যাচে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৮ বলে ৬১ রান করেছিলেন। যদিও সেই ম্যাচটি হেরেছিল তাঁর দল।
সম্প্রতি, নতুন মরসুমে আশুতোষ দিল্লিকে জয় এনে দিলেন। যখন সবাই আশা ছেড়ে দিয়েছিলেন, তখন দিল্লির হয়ে অসম্ভব কে সম্ভব করেছিলেন আশুতোষ। ৩১ বলে ৫ চার এবং ২ ছক্কার সাহায্যে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন। তিনি ২১২.৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। দিল্লি তাকে ৩.৮ কোটি টাকায় কিনেছে এবার।
দিল্লি ক্যাপিটালসকে ঐতিহাসিক জয় উপহার দেওয়ার ক্ষেত্রে বিপরাজ নিগমের ভূমিকাও গুরুত্বপূর্ণ। উত্তর প্রদেশের লেগ ব্রেক বোলার হিসেবে পরিচিত হলেও নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন এবং নিজের প্রতিভা দেখিয়েছেন। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগেও এক ডজনেরও বেশি ঘরোয়া ম্যাচ খেলেছেন তিনি। তবে, তাঁর বিস্ফোরক ব্যাটিং প্রথমবারের মতো এত বড় মঞ্চে দেখা গেল। বিপরাজ লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন।
২০ বছর বয়সী বিপরাজ প্রথমবারের মতো আইপিএলে চমক দিয়েছেন। কিন্তু, অভিষেকেই সে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। ১৫ বলে ৫ চার এবং ২ ছক্কার সাহায্যে ৩৯ রান করেছেন। এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ২৬০। শেষ পর্যন্ত তিনি ক্রিজে থাকেননি, কিন্তু দিল্লিকে জয়ের গতি এনে দিয়েছেন। লক্ষ্য ছিল ২১০ রান এবং দিল্লি ক্যাপিটালস ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। পরে, ট্রিস্টান স্টাবসও আউট হয়ে যান। ১৩তম ওভার পর্যন্ত দিল্লির জন্য আর কোন আশা অবশিষ্ট ছিল বলে মনে হচ্ছিল না। এখানে বিপরাজ নিগম ১৫ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন: রামনবমীতে ইডেনে ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা...আইপিএল বোধনের মাঝেই চলে এল বিরাট আপডেট
আরও পড়ুন: সিএবি-র কাছে পুরসভার বকেয়া ৮ কোটি! আইপিএলের মাঝেই বিগত ১৮ বছরের চাঞ্চল্যকর তথ্য
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)