জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই কলকাতারই দামাল ছেলে। তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করেছেন টেনিস দুনিয়ায়। ডাবলসে সর্বকালের অন্য়তম সেরা। জি ২৪ ঘণ্টার মঞ্চে মহাসম্মানে সম্মানিত লিয়েন্ডার পেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পার্কসার্কাসের বেকবাগানে জন্ম। বাবা হকিতে অলিম্পিক পদকজয়ী। মা ভারতের বাস্কেটবল দলের অধিনায়ক। খেলাধূলার পরিবেশে বেড়ে উঠছিল ছেলে। তারপর বয়স যখন মাত্র ৫। প্রথম ভিকট্রি স্ট্যান্ডে দাঁড়িয়েছিল সে।  ভাবছিল, বাবা নিশ্চয়ই খুশি হবে আজ? বাবার একটা মেডেল আছে। গর্ডিস অফ অ্য়ান্টিনার ছবি দেওয়া। ওর এক পদক তারও চাই।


সালটা ১৯৯৬। ১৭ বছর পর অলিম্পিকে আন্তর্জাতিক পোডিয়ামে দাঁড়িয়ে সেই ছেলেটাই। পাশে দাঁড়িয়ে আন্দ্রে আগাসি, সের্জেই হিগুয়েরা। মাথার উপর উড়ছে ভারতের জাতীয় পতাকা। স্বপ্নের পদক হাতের মুঠোয়। দেশের জার্সি গায়ে সর্বস্ব নিঃড়ে দেওয়ার নাম লিয়েন্ডার পেজ। 


ধারাবাহিক এই সাফল্যের রহস্য কী? জি ২৪ ঘণ্টার মঞ্চে দাঁড়িয়ে লিয়েন্ডার বললেন, 'আমার মা বাংলার মানুষ। আমার দাদু মাইকেল মধুসুদন দত্ত আমাকে খুবই অনু্প্রাণিত করেছেন। আমার বাবার গোয়ার মানুষ। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আপনাদের হয়ে খেলি'। সঙ্গে বার্তা,  'যদি তুমি কঠোর পরিশ্রম কর, যদি তোমার প্যাশন থাকে, তুমি যদি ১.৪ কোটি ভারতীয়দের জন্য খেলতে চাও। প্রত্যেক দিন রক্ত ঝরাতে হবে।  দিনের শেষে দেশই সব'।



লিয়েন্ডার পেজের সঙ্গেই জি ২৪ ঘণ্টার মঞ্চে মহাসম্মানে সম্মানিত বক্সার মেরি কমও। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)