Lionel Messi In India: ১৪ বছর পর ভারতে মেসি! খেলতে আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনাও, তিলোত্তমা কি পার্বে দর্শন?
Lionel Messi In India: ১৪ বছর পর ভারতে আসছেল লিয়োনেল মেসি, সঙ্গে নিয়ে আসছেন তাঁর ভুবনজয়ী টিমকে...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের নভেম্বর থেকেই শোনা যাচ্ছিল যে, ২০২৫ সালে লিয়োনেল মেসির (Lionel Messi) ভারতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান একাধিকবার দাবি করেছিলেন যে, তাঁরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বিষয়গুলি চূড়ান্ত করছেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
প্রতীক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে মেসি ও তাঁর ভুবনজয়ী আর্জেন্টিনা দলের ভারতে আসার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। ২০১১ সালে শেষবার বিশ্বকাপজয়ী অধিনায়ক এসেছিলেন ভারতে। ১৪ বছর পর ফের ভারতে লিয়ো ও আর তাঁর লা আলবিসেলেস্তে।
এইচএসবিসি ইন্ডিয়া আর্জেন্টিনার দলের ভারতে আসার অফিসিয়াল পার্টনার হয়েছে। বুধবার, আজ সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে যে, অক্টোবরে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে সদলবলে আসছেন লিয়ো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং এইচএসবিসির হাতে হাত মিলিয়েছে এক বছরের চুক্তিতে। ২০২৫ সালের প্রতিযোগিতামূলক মরসুমকে কভার করা হবে। তা চলবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত। ভারত ও সিঙ্গাপুর কভার হবে এই পার্টনারশিপে।
এইচএসবিসি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ওয়েলথ অ্যান্ড প্রিমিয়র ব্যাংকিং প্রধান সন্দীপ বাত্রা বলেন, 'ফুটবল জগতের অন্যতম সম্মানিত দলের সঙ্গে জুড়লাম আমরা। আমরা ভক্ত এবং গ্রাহক, উভয়ের জন্যই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি হবে। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করার জন্য মুখিয়ে আছি আমরা।'
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও ফ্যাবিয়ান টাপিয়া বলেন, 'এএফএ-র আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক তৈরি হল। যা ভারত এবং সিঙ্গাপুরকে নিয়ে এইচএসবিসির সঙ্গে নতুন দিশা দেখাবে। এই চুক্তিতে আমাদের দলের দেখাশোনা করবে এইচএসবিসি। ২০২৫ এবং ২০২৬ সালে আমাদের চুক্তিকে আরও সুসংহত করতে এবং বিভিন্ন অঞ্চলে সম্প্রসারিত করতে উন্মুখ। আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অংশীদার হিসেবে এইচএসবিসিকে স্বাগত জানাই।"
২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে কলকাতায় এসেছিলেন মেসি। সেই সময়ে যুবভারতীতে মেসিরা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলেছিলেন। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ জিতেছিল ৭০ হাজার দর্শকের সামনে। সেবার মাঠেও নেমেছিলেন লিও। ১৪ বছর পর ফের মেসি আসছেন ভারতে।
উরুগুয়ে এবং বলিভিয়ার মধ্যে গোলশূন্য ড্রয়ের পরই আর্জেন্টিনার হাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট চলে আসে। এদিনই মেসিহীন আর্জেন্টিনা দল এস্তাদিও মাস মনুমেন্টালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলের মালা পরিয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপের টিকিট হাতে নিয়েই ব্রাজিলকে ক্লাবস্তরে নামাল ভুবনজয়ীরা...
আরও পড়ুন: রামনবমীতে ইডেনে ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা...আইপিএল বোধনের মাঝেই চলে এল বিরাট আপডেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)