প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতলেন মানু

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৬.৫ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার শুটার মানু ভাকের৷

Updated By: Oct 10, 2018, 09:11 AM IST
প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতলেন মানু
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতে নজির গড়লেন শুটার মানু ভাকের। আর্জেন্তিনার মাটিতে ইউথ অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ষোড়শী কন্যা।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৩৬.৫ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার শুটার মানু ভাকের৷ ফাইনাল রাউন্ডে ২৩৫.৯ পয়েন্ট স্কোর করে রুপো জিতে নেন রাশিয়ান শুটার ইয়ানা এনিনা৷ এশিয়ান গেমসে পদক না পাওয়ার আক্ষেপ মিটল মানুর।

চলতি বছরে একের পর এক সাফল্য পেয়ে চলেছেন হরিয়ানার এই শুটার৷ এর আগে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জেতেন ভাকের৷ ২০১৮ শুটিং বিশ্বকাপেও পদক জেতেন ভাকেরের৷ শুটিং বিশ্বকাপে ব্যাক্তিগত ও দলগত বিভাগে দুটি সোনা জেতেন ১৬ বছর বয়সী ভারতীয় শুটার৷ এশিয়ান গেমস বাদ দিয়ে অংশগ্রহণ করা সব প্রতিযোগিতা থেকেই পদক জিতেছেন মনু। এবার যুব অলিম্পিকে প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নেন। যদিও যুব অলিম্পিক থেকে ভারতকে প্রথম সোনা এনে দেন ভারোত্তলক জেরেমি লালরিনুঙ্গা।

 

 

.