Mohd Shami Daughter: রোজা না রাখায় সামির সমালোচনা, এবার সেই মওলানার নিশানায় স্পিড স্টারের মেয়েও

Mohd Shami Daughter: সম্প্রতি রিজভি মন্তব্য করেছিলেন রোজা না রেখে পাপ করছেন সামি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে রিজভির বিরুদ্ধে

Updated By: Mar 17, 2025, 01:49 PM IST
Mohd Shami Daughter: রোজা না রাখায় সামির সমালোচনা, এবার সেই মওলানার নিশানায় স্পিড স্টারের মেয়েও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোজা না রেখে ম্যাচ খেলছিলেন টিম ইন্ডিয়ার স্পিড স্টার মহম্মদ সামি। তাঁকে এনার্জি ড্রিঙ্ক খেতে দেখে সরব হয়েছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাত প্রেসিডেন্ট মওলানা সাহাবুদ্দিন রিজভি। সামি পাপ করছেন বলে মন্তব্য করেছিলেন। এবার সামির মেয়ের হোলি খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফের মুখ খুললেন রিজভি। শোনালেন শরিয়তের নিয়ম।

আরও পড়ুন-ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি! আপাতত শুষ্ক আবহাওয়া, ঊর্ধ্বমুখী তাপমাত্রা...

মহম্মদ সামির স্ত্রী হাসিন জানানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে সামির মেয়ের রঙমাখা ছবি। তার পরেই মওলানা রিজভি বলেছেন, ও একটা বাচ্চা মেয়ে। ও যদি না জেনেই হোলি খেলে থাকে তাহলে দোষের কিছু নেই। কিন্তু ও যদি হোলি সম্পর্কে জানে এবং তার পরেও হোলি খেলে তাহলে তা শরিয়ত বিরোধী।

রিজভি বলেন, সামি ও তার পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছি যা কিছু ইসলাম অনুমোদন করে না তা থেকে দূরে থাকতে। সন্তানদের তা করতে দেবেন না। হোলি হিন্দুদের উত্সব। মুসলিমদের তা এড়িয়ে যাওয়াই উচিত। শরিয়তের নিয়ম জানার পরেও যদি কেউ হোলি খেলে তাহলে তা অপরাধ।

উল্লেখ্য, সম্প্রতি রিজভি মন্তব্য করেছিলেন রোজা না রেখে পাপ করছেন সামি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে রিজভির বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির একটি ম্যাচে সামিকে এনার্জি ড্রিঙ্ক নিতে দেখে রিজভি মন্তব্য করেছিলেন, সামি যা করেছেন তা শরিয়তের চোখে পাপ। ওঁর এটা করা উচিত হয়নি। মুসলিমদের শরিয়ত মেনে চলা উচিত। রোজা রাখা মুসলিমদের জন্য বাধ্য়তামূলক। ক্রিকেট খেলায় বাধা নেই কিন্তু ইসলামিক নিয়মও মেনে চলা উচিত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.