সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবারই ইঙ্গিত মিলেছিল। অনুশীল শেষে সোনি নর্দি জানিয়েছিলেন ব্যাথা আছে, ৪৫ মিনিটের জন্য মাঠে নামতে চেষ্টা করবেন। শুক্রবার রাতেই মেডিক্যাল রিপোর্ট চলে এল। তাতে বলা হয়েছে হ্যামস্ট্রিং-এর চোট, অন্তত দু সপ্তাহ বিশ্রামের প্রয়োজন মোহনবাগানের হাইতিয়ান তারকা সোনি নর্দির। কোনও রকম ঝুঁকি নয়, চোটের কারণে রবিবারের আই লিগ ডার্বিতে মাঠের বাইরে সোনি নর্দি।


বড় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলেন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়ে দিলেন," ১৮ জনের দলে নেই। সোনি খেলছেন না। ডাক্তাররা যে মেডিক্যাল রিপোর্ট দিয়েছেন তাতে সোনির পক্ষে ডার্বিতে খেলা সম্ভব নয়। অনন্ত ২ সপ্তাহ বিশ্রাম প্রয়োজন। সোনি অবশ্যই গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে সোনিকে ছাড়াও ম্যাচ জিতেছে মোহনবাগান।" হাইতিয়ান তারকাকে ছাড়াই লাল-হলুদ বধের অঙ্ক কষছেন শঙ্করলাল।



শনিবার সকালে গোটা দলের সঙ্গে অনুশীলন না করে মাঠের পাশে সাইক্লিং করে গেলেন সোনি। এদিকে বড় ম্যাচ না খেলতে পারার আফশোস সোনির গলায়। তিনি বলেন, "সত্যিই খুব খারাপ লাগছে। প্রত্যেকেই ডার্বি খেলতে চায়। ডার্বি মিস করা খুবই দুঃখজনক। ২৭ জানুয়ারি আবার একটা ডার্বি আছে, ওটাতে খেলতে চাই। আমার মনে হয়আই লিগে ভালো কিছু করতে হলে ফিট হয়ে মাঠে নামাটাই ভালো। ফুটবলাররা এই ম্যাচের গুরুত্ব জানে। আলাদা করে তাদের কিছু আর বলার নেই।" মাঠের বাইরে থেকেই গোটা দলকে তাতাচ্ছেন সোনি।


বড় ম্যাচে সোনির না থাকাটা কি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের? লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেজেস গার্সিয়ার মতে, "লম্বা লিগে ফুটবলারদের চোট লাগতেই পারে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলগুলি পাবে না। এটা সবারই হতে পারে। এটা ফুটবলেরই অঙ্গ।" ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার কাশিম আইদারা বলছেন, "ফুটবলটা এগারো জনের খেলা। সোনি খেলবে না তো কি হয়েছে, বাকিরা তো খেলবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ফুটবলার ও।"


আরও পড়ুন - সাত পাকে বাঁধা পড়লেন সাইনা নেহওয়াল, দেখে নিন বিয়ের প্রথম ছবি