এশিয়া কাপের জন্য ছাড়পত্র পেতে পাকিস্তানকে খেলাতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিল বিসিসিআই

Updated By: Aug 19, 2017, 09:18 AM IST
এশিয়া কাপের জন্য ছাড়পত্র পেতে পাকিস্তানকে খেলাতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিল বিসিসিআই

ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ টুর্নামেন্ট ভারত থেকে সরে যাওয়ার পর সতর্ক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই আগামী বছর সিনিয়র এশিয়া কাপ আয়োজনের জন্য ছাড়পত্র পেতে পাকিস্তানকে খেলাতে চেয়ে আগেভাগেই কেন্দ্র সরকারকে চিঠি দিল বিসিসিআই। জুনিয়রদের এশিয়া কাপ করার জন্যও সরকারকে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি বোর্ডের। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা।

আরও পড়ুন ভারতের বিরুদ্ধে একদিনের এবং টি২০ ম্যাচের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

এরই মধ্যে ভারতের সঙ্গে রাজনীতিক চাপানউতোর দেখিয়ে এশিয়া ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে জুনিয়র এশিয়া কাপ সরানো আবেদন করে পাকিস্তান। ফলে পাকিস্তানের আবেদন মেনে মালয়েশিয়াতে এশিয়া কাপ করার নির্দেশ দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।  

আরও পড়ুন  সত্যিই টেস্টে এক নম্বর দল হতে ভারতকে কী করতে হবে, বললেন ক্লার্ক

.