India Batter Loses 10 kg: প্রশ্ন উঠেছিল তাঁর চেহারা নিয়ে, ১০ কেজি কমিয়ে উত্তর ভারতীয় তারকার! খেয়েছেন শুধুই...

Sarfaraz Khan Loses 10 kg: সরফরাজ খানের প্রশ্ন উঠেছিল চেহারা নিয়ে, এবার উত্তরটা দিয়েই দিলেন তিনি। মুম্বইয়ের স্টার তৈরি ইংল্যান্ডের কথা ভেবে...

শুভপম সাহা | Updated By: May 18, 2025, 08:00 PM IST
India Batter Loses 10 kg: প্রশ্ন উঠেছিল তাঁর চেহারা নিয়ে, ১০ কেজি কমিয়ে উত্তর ভারতীয় তারকার! খেয়েছেন শুধুই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan) ও ধারাবাহিকতা সমার্থক। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর আগুনে ফর্মে থেকেই, সরফরাজের জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল গতবছর। ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল (England Tour Of India) রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে সরফরাজ ছিলেন প্রথম একাদশে। ২৭ বছরের ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক বিলম্বিত হওয়ার কারণ হিসেবে অনেকেই তাঁর অতিরিক্ত ওজনের কথা বলেছিলেন। ভারত জুনে ইংল্যান্ড যাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে (India tour of England 2025)। আর ঠিক তার আগেই সরফরাজ তাঁকে নিয়ে ওঠা সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন!

আরও পড়ুন: শেষে দেশ ছাড়ছেন বিরাট! তাও আবার ৭৫০০ কিমি দূরে পাড়ি, আবেগের বশেই তাহলে সন্ন্যাস?

কঠিন ডায়েট মেনে এক-দু'কেজি নয়, একেবারে ১০ কেজি কমিয়ে ফেললেন ৬ টেস্টে ৩৭১ রান করা মিডল অর্ডার ব্যাটার। সরফরাজ এখনও পর্যন্ত বিদেশে টেস্ট খেলেননি, কিন্তু মনে করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সফরের মূল দলে তিনি থাকবেনই। ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ইন্ডিয়া 'এ'! অভিমন্যু ঈশ্বরণদের স্কোয়াড হয়েছে সরফরাজকে নিয়েই। তরুণ সরফরাজ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। মুম্বইয়ের ব্যাটার ফিট থাকার জন্য বদলে ফেলেছেন খাওয়াদাওয়া। তাঁর ডায়েট প্ল্যানে আছে স্রেফ সেদ্ধ শাকসবজি এবং মুরগির মাংস। সরফরাজ দিনে দু'বার অনুশীলনও করছেন, বাইরের অফ-স্টাম্পের বলে খেলার উপর জোর দিয়েছেন, যা ইংল্যান্ডের সুইং সহায়ক পিচে সাফল্যের চাবিকাঠি।

বর্ডার-গাভাসকর ট্রফিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ একটিও খেলার সুযোগ পাননি এবং সর্বশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট খেলেছিলেন। এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে খেলা হাফ ডজন টেস্টে সরফরাজ একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি-সহ ৩৭.১০ গড়ে ৩৭১ রান করেছেন। সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর, ভারতের টেস্ট একাদশে দু'টি স্থান ফাঁকা হয়ে গিয়েছে। ইন্ডিয়া 'এ'-র হয়ে দুর্দান্ত খেলেই বেন স্টোকসদের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে মুখিয়ে থাকবেন। বাবা নওশাদ খানের তত্ত্বাবধানে বিদেশে টেস্টে সফল হওয়ার জন্য এবং ভারতীয় একাদশে নিজের জায়গা নিশ্চিত করতে দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করছেন সরফরাজ।

আরও পড়ুন: ইডেনেই আইপিএল ফাইনাল? চলে এল বিরাট আপডেট, অনিশ্চয়তার আবহে সৌরভ বললেন...

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.