WATCH | Virat Kohli-Rahul Dravid: 'বিরাট' অনুরোধ ফিরিয়ে ক্রাচের ভরেই হাঁটলেন 'দ্য ওয়াল'! একটাই হৃদয়, কতবার জিতবেন?

Rahul Dravid Wins Hearts: রাহুল দ্রাবিড় হৃদয় জিতলেই আবার, তাঁর পক্ষেই সম্ভব। 

শুভপম সাহা | Updated By: Apr 14, 2025, 07:39 PM IST
WATCH | Virat Kohli-Rahul Dravid: 'বিরাট' অনুরোধ ফিরিয়ে ক্রাচের ভরেই হাঁটলেন 'দ্য ওয়াল'! একটাই হৃদয়, কতবার জিতবেন?

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম রাহুল শরদ দ্রাবিড় (Rahul Sharad Dravid), শোয়েব আখতারের (Shoaib Akhtar) বুকের উচ্চতায় আসা প্রবল এক্সপ্রেস গতির ডেলিভারিও, আলতো করে ব্যাটের চাপে নামিয়ে দিতেন মাটিতে। ঘণ্টার পর ঘণ্টা ক্রিজ কামড়ে পড়ে থাকতেন, তাঁকে আর টলাবে কে! 

মেডিক্যাল ওয়াকিং বুটে পা রেখে, ক্রাচের ভরে এখন হাঁটছেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হেডমাস্টার, আইপিএলের (IPL 2025) ঠিক আগেই, স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে প্রচণ্ড চোট পেয়েছিলেন, যা এখনও ভোগাচ্ছে দ্রাবিড়কে। 

আরও পড়ুন: বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন বিরাট, হৃদস্পন্দন দেখতে বললেন সঞ্জুকে! জয়পুরে কী ঘটল?

গলফ কার্টে চেপে অনুশীলন করানো হোক, বা হুইল চেয়ারে বসে খেলার দিন মাঠে আসা। নেটপাড়া শুধু থ হয়ে যায় যে, কত'টা দায়বদ্ধতা থাকলে দ্রাবিড় হওয়া যায়! দ্রাবিড় সম্ভবত ভুলেই গিয়েছেন যে, মানুষের একটাই তো হৃদয়, তিনি তা আর কতবার জিতবেন। 

দ্রাবিড়ের রাজস্থান গত রবিবার দুপুরে, দিনের প্রথম ম্যাচে, নিজেদের ঘরের মাঠ জয়পুরে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। সঞ্জু স্যামসনের (Sanju টিম ৯ উইকেটে হেরেছে রজত পাটিদারদেরকাছে। ১৫ বল হাতে রেখে রাজস্থানের ১৭৩ রান হেসেখেল তাড়া করে জিতে যায় আরসিবি। 

ম্যাচের পর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়, দেখা যায় দ্রাবিড় দুই দলের সতীর্থদের সঙ্গে করমর্দন করতে, ক্রাচের ভরে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতেই চলে এসেছেন মাঠে। যা দেখে বিরাট কোহলি, প্রাক্তন ভুবনজয়ী কোচকে অনুরোধ করেন ফিরে যেতে, তিনি যেন আর না হাঁটেন! কিন্তু দ্রাবিড় ফিরিয়ে দেন বিরাটের অনুরোধ। ওই অবস্থায় হাঁটেন তিনি। যে ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়। 

তীরে এসেই ডুবেছিল তরী! কোনও ম্যাচ না হেরেই বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া । ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় 'বদলাপুর'। ফাইনালে ভারত হেরেছিল ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! ঠিক ওইদিনই রোহিত শর্মাদের কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দ্রাবিড়ও তাঁর সাপোর্ট স্টাফদের। 'দ্য ওয়াল' এবং তাঁর টিমকেই দায়িত্বে বহাল রাখে বিসিসিআই। দ্রাবিড় থাকতেই চাননি। শুধু মাত্র রোহিতের অনুরোধেই থেকে যান তিনি।

যে মানুষটি জীবনে বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি, তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে, থেকে যখন গেলেনই, তখন তিনি হিসেব বদলে দেবেন। চোখের জলকে বাঁধনভাঙা হাসির রূপ দেবেন। আর সেটাই করেন। ১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৯ জুন ২০২৪। ঠিক সাত মাসে খেলা ঘুরিয়ে দেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর, কুড়ি ওভারের বিশ্বকাপ দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ভারতের হাতে উঠেছিল। 

এরপর শত অনুরোধেও দ্রাবিড়কে আর টলানো যায়নি, রোহিতদের আর কোনও অনুরোধ কাজে আসেনি। বিশ্বকাপ জিতিয়েই জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। পরিবারকে সময় দেওয়ার কারণেই আন্তর্জাতিক দায়বদ্ধতা ছেড়েছিলেন দ্রাবিড়। এখন আবার তিনি কোচিংয়ে।

আরও পড়ুন: 'একটি সুযোগ দাও'! নায়ারের করুণ আর্তনাদ, ১০৭৭ দিন পর ফিরে ১২ চার ৫ ছয়ে ৪০ বলে ৮৯\

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.