নিজস্ব প্রতিবেদন: ভারতের বিশ্ববন্দিত অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের। পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) ও তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান ( Mohammad Rizwan) ছাড়াও অশ্বিন বেছে নিলেন তরুণ জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে 'ফরটি শেডস অফ অ্যাশ' (40 shades of Ash) বলে একটি নতুন শো শুরু করেছেন। সেখানে তিনি ফ্যানদের থেকে ৪০টি আলাদা ধরণের প্রশ্ন বেছে নিয়ে উত্তর দিচ্ছেন। এই শো-তেই অশ্বিন জানালেন যে, তাঁর পছন্দের তিনে বাবর-রিজওয়ান-আফ্রিদি। অশ্বিন বলেন, "আমি বরাবর মহম্মদ রিজওয়ানকে ফলো করেছি। ওর কথা বলেছি। কোয়ালিটি আছে ওর মধ্যে। খুব গুরুত্বপূর্ণ নক খেলে দেয় প্রয়োজনে। দেখার মতো ব্যাটার। অস্ট্রেলিয়াতে শতরান করার পর অবশ্যই বলতেই হবে বাবর আজমের কথা। শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে কথা হচ্ছে সর্বত্র। সত্যিকারের প্রতিভাবান। পাকিস্তানে বরাবরই প্রতিভাবান ক্রিকেটারদের দিয়েছে। এখন সেই সংখ্যাটা আরও বেড়েছে।"


আরও পড়ুন: মারণ ভাইরাসে আক্রান্ত Rafael Nadal, Australian Open-এ অনিশ্চিত


চলতি বছর টি-২০ বিশ্বকাপে ইতিহাস লিখেছিল বাবরের পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মুখোমুখি হয়েছিল। ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম ভারতকে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। বাবর টস জিতে বিরাট কোহলিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ের সামনে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়েছিল। আফ্রিদি ৩১ রান দিয়ে চার ওভারে তুলে নিয়েছিলেন তিন উইকেট। কোহলির ব্যাটে (৫৭) ভর করে ভারত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তুলতে পেরেছিল মাত্র ১৫১ রান। জবাবে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটিই অনায়াসে ম্যাচ বার করে দিয়েছিল। রিজওয়ান ৭৯ ও বাবর ৬৮ রানে অপরাজিত ছিলেন। ডাগআউটে বসে সেই ম্যাচ দেখেছিলেন অশ্বিন। আজও সেই ম্য়াচের ক্ষত অশ্বিনের বুকে টাটকা। তাও তিনি তিন পাক ক্রিকেটারেরই প্রশংসা করতে কার্পণ্য করলেন না।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App