নিজস্ব প্রতিবেদন: লোকেশ রাহুল ও রোহিত শর্মা আর বিরাট কোহলির হাফ-সেঞ্চুরির দৌলতে কটকের বারাবটি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ ৪ উইকেটে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ৬৩ বলে ৬৩ করেন রোহিত এবং একই সঙ্গে ব্যক্তিগত মাইলস্টোন গড়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্যের রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’। এ দিনের ম্যাচে ২২ বছরের পুরনো সনৎ জয়সূর্যের রেকর্ড ভেঙে দিলেন রোহিত। বরিবার এ কথা টুইট করে জানায় বিসিসিআই।



আরও পড়ুন: তৃতীয় একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের ৪ উইকেটে হারিয়ে জিরিজ জয় টিম ইন্ডিয়ার


১৯৯৭ সালে ওপেনার হিসেবে সব ধরনের ক্রিকেটে জয়সূর্ষ করেছিলেন ২,৩৮৭ রান। চলতি বছরে রোহিতের সংগ্রহ ছিল ২,৩৭৯ রান। অর্থাৎ, জয়সূর্ষর থেকে মাত্র ৮ রান পিছনে ছিলেন তিনি।