মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তেজনায় টগবগ করে ফুটছেন সচিন
এবছরেই হওয়ার কথা আইসিসি আয়োজিত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপ নিয়ে এখন থেকেই উত্তেজনায় টগবগ করে ফুটছেন সচিন তেন্ডুলকর। আইসিসির হয়ে কলাম লিখেছেন সচিন। সেখানে ক্রিকেট ঈশ্বর বলেছেন, 'কিছু ইভেন্ট কিছু জিনিসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জনপ্রিয়তা বাড়ায়। মেয়েদের ক্রিকেট বিশ্বকাপও তাই। বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে হলে মেয়েদের বিশ্বকাপটাও একটা বড় ইভেন্ট। অনেকেই মেয়েদের বিশ্বকাপে থাইল্যান্ডকে দেখে অবাক হচ্ছেন। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই। আগামী দিনে বিশ্বকাপে আরও নতুন নতুন দেশকে খেলতে দেখা যাবে।'
Updated By: Feb 4, 2017, 03:54 PM IST