ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশ সরকারের ডেপুটি কালেক্টর পদে সরকারিভাবে যোগদান করলেন অলিম্পিক পদকজয়ী শাটলার পি ভি সিন্ধু। বিগত জুলাই মাসের ২৭ তারিখেই পি ভি সিন্ধুর ঠিকানায় পৌঁছে গিয়েছিল সরকারি নিয়োগ পত্র। ৩০ দিনের মধ্যেই চাকরিতে যোগদানের কথা সিন্ধুকে জানিয়েছিল সরকার। গতকাল, ৯ অগাস্ট সরকারের পাঠানো চাকরির নিয়োগ পত্রকে গ্রহণ করে গ্রুপ-ওয়ান সার্ভিস অফিসার র‍্যাঙ্কে 'ডেপুটি কালেক্টর' হিসেবে কাজে যোগ দিলেন পি ভি সিন্ধু। জি নিউজ সূত্রের খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশের গোল্লাপুরির ডেপুটি কালেক্টরের দায়িত্বেই নিযুক্ত হয়েছেন পদকজয়ী এই অলিম্পিয়ান। সরকারি চাকরিতে যোগদান করার পর রূপো জয়ী অলিম্পিয়ান সিন্ধু অবশ্য নিজের খেলার ওপর ফোকাস করার কথাই সংবাদ মাধ্যমকে জানান। তিনি বলেন, "আমার ফোকাস এক এবং একমাত্র খেলার প্রতিই থাকবে"। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রাজিল অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসে রুপো জেতার স্বর্ণাঙ্কিত ইতিহাস লিখেছেন পি ভি সিন্ধু। বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে নামঙ্কিত করতেই অলিম্পিক রুপো জয়ী অলিম্পিয়ানকে একের পর এক সম্মানে সম্মানিত করেছে দেশও। ৩ কোটি টাকার আর্থিক পুরস্কার, অমরাবতীতে রেসিডেনশিয়াল প্লটের পুরস্কার তো আগেই পেয়েছিলেন তিনি, এবার গ্রুপ-ওয়ান সার্ভিস অফিসার র‍্যাঙ্কের চাকরিও পেলেন সিন্ধু। উল্লেখ্য, অলিম্পিকে অনবদ্য কীর্তি স্থাপন করে গতবছরই খেলরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন পিভি সিন্ধু। তাঁর সঙ্গে খেলরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক এবং অলিম্পিয়ান দীপা কর্মকারও।