Smriti Mandhana: ইতিহাস লিখে দিলেন স্মৃতি মন্ধানা, যা করলেন তা অতীতে কেউ পারেননি! অভাবনীয় বললেও কম...
Smriti Mandhana Creates History: বিরল ইতিহাসে নাম তুললেন স্মৃতি মন্ধানা, পারথে তিনি যা করলেন, তা অভাবনীয় বললেও কম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) টিম ইন্ডিয়া তাহলিয়া ম্য়াকগ্রার অস্ট্রেলিয়ার কাছে তিন ম্য়াচের ওডিআই সিরিজে হোয়াটওয়াশ হল! মঙ্গলবার ওয়াকায় সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্য়াচেও হারতে হল হরমনপ্রীতদের। এর আগে ব্রিসবেনে খেলা দুই ম্য়াচেই ভারত হেরেছিল।
অস্ট্রেলিয়ার ঘরের মাঠে, তাদের বিরুদ্ধে সিরিজ খুইয়েও ভারতের পাওনা দলের স্টার স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) ঐতিহাসিক ইনিংস, ২৮ বছরের ওপেনার এদিন যা করলেন তা অতীতে কেউ করতে পারেননি!
আরও পড়ুন: খবরে মিতালি রাজ, মাঝপথেই শেষ হল সম্পর্ক! ব্যর্থতাই কি কারণ?
অস্ট্রেলিয়া এদিন ওয়াকায় টস হেরে প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ২৯৮ রান। অ্যানাবেল সাদারল্য়ান্ডের (৯৫ বলে ১১০) সেঞ্চুরির সঙ্গে জুড়েছিল অ্যাশলে গার্ডনার (৬৪ বলে ৫০) ও অধিনায়ক ম্য়াকগ্রার (৫০ বলে অপরাজিত ৫৬) অর্ধ-শতরানের ইনিংস। অস্ট্রেলিয়ার রান তাড়া করে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে। ৮৩ রানে জেতে অস্ট্রেলিয়া।
ভারতের ২১৫ রানের মধ্য়ে ওপেনার স্মৃতির ব্যাট থেকেই এসেছে ১০৯ বলে ঝকঝকে ১০৫ রানের ইনিংস। ১৪ চার ও ১ ছয়ে স্মৃতি ব্যাট করেছিলেন ৯৬.৩৩-এর স্ট্রাইক রেটে। চলতি বছরে এই নিয়ে স্মৃতির চতুর্থ ওডিআই শতরান হয়ে গেল।
এর আগে স্মৃতি গত জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে দু'টি শতরান করেছিলেন। তারপর গত অক্টোবরে আহমেদাবাদে নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ক্রিকেট ইতিহাস বলছে, এর আগে কোনও মহিলা ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে চারটি সেঞ্চুরি করেননি। প্রথমবার যা করে দেখালেন স্মৃতি!
অতীতে সাত ক্রিকেটার- ন্যাট সাইভার ব্রান্ট, সোফি ডিভাইন, লরা উলভার্ড, সিদ্রা আমিন, বেলিন্ডা ক্লার্ক, অ্যামি স্যাটারথওয়েট ও মেগ ল্যানিং, এক বছরে তিনটি করে ওডিআই সেঞ্চুরি করেছেন বটে, কিন্তু কেউ চার শতরানের মুখ দেখেননি।
আরও পড়ুন: ২০২৪ খুঁজেছে তাঁদের; তালিকায় একজন বিশ্বকাপজয়ী, আপনার ধারণারও বাইরে ৯ নম্বরে যিনি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)