নিজস্ব প্রতিনিধি : মাত্র আর কয়েকদিনের অপেক্ষা। তার পরই বহুপ্রতিক্ষীত ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে রাশিয়ায়। বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেই উন্মাদনার ঢেউ ফুটবলের মক্কায় যে একটু হলেও বেশি ধাক্কা দেবে সেটাও বলাবাহুল্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ধোনিদের পথে মেসিরা, এবার নু ক্যাম্পে মা তুঝে সালাম


শহরের আর পাঁচজনের মতো এখন থেকেই ফুটবল জ্বরে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন বিশ্বকাপের কথা উঠতেই রোমাঞ্চিত হয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অতি উত্সাহের সঙ্গে তিনি জানালেন, ১৫ জুলাই রাশিয়ায় তিনি বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন। তবে সপরিবারে নয়। একাই মস্কো যাচ্ছেন মহারাজ।


আরও পড়ুন প্রিমিয়ার লিগে সেঞ্চুরির লক্ষ্যে ম্যাঞ্চেস্টার সিটি


ব্রাজিল না আর্জেন্টিনা? বিশ্বকাপে সৌরভের সমর্থন থাকবে কোন দিকে? এমনিতে মারাদোনার অন্ধ সমর্থক হলেও এক্ষেত্রে সৌরভ কিন্তু সাম্বা ফুটবলের ভক্ত। জানালেন, বিশ্বকাপে তাঁর সমর্থন থাকবে ব্রাজিলের পক্ষে। তবে জার্মানিকেও ফেবারিট বলে ধরছেন তিনি।