নিজস্ব প্রতিবেদন: আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (South Africa vs India) তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমের ম্যাচ। আর এই সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) টপকে যেতে পারেন কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। প্রাক্তন ভারত অধিনায়ক 'দ্য ওয়াল' দক্ষিণ আফ্রিকার মাটিতে ২২টি টেস্ট ইনিংসে ৬২৪ রান করেছেন। দ্রাবিড়ের গড় ২৯.৭১। একটি সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন কোহলি কোহলি এখনও পর্যন্ত রামধনু দেশে খেলেছেন ৫টি টেস্ট। করেছেন ৫৫৮ রান। তাঁর গড় ৫৫.৮০। ম্যান্ডেলার দেশে লাল বলের ক্রিকেটে কোহলির রয়েছে জোড়া সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি। কোহলি আর ৬৬ রান করলেই টপকে যাবেন দ্রাবিড়কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: SAvsIND: কোন কারণে বড় স্বস্তি পেল Virat Kohli-র Team India?

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কোহলি আছেন চারে। দ্রাবিড়কে টপকে গেলে কোহলি পৌঁছে যাবেন দ্বিতীয় স্থানে। তিনে আছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। ১৮ ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ৫৫৬ রান করেছেন তিনি। যদিও তালিকায় একে যেতে গেলে কোহলির অনেকটা পথ চলার বাকি আছে। ম্য়ান্ডেলার দেশে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টেস্ট রান শিকারি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ব্যাটিং মায়েস্ত্রো দক্ষিণ আফ্রিকায় ১৫টি টেস্টে ১১৬১ রান করেছেন। সচিনের গড় ৪৬.৪৪। 'আধুনিক ক্রিকেটের ডন' ৫টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। সর্বকালের বিচারে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান আছে সচিনের। ২৫টি টেস্টে তিনি করেছেন ১৭৪১ রান। দুয়ে আছেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ১৫টি টেস্টে ১৩০৬ রান করেছেন তিনি। তিনে আছেন দ্রাবিড় (১২৫২)। চারে কোহলি (১০৭৫)। দ্রাবিড়কে টপকাতে কোহলির প্রয়োজন ১৭৭ রান।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App