India Test Squad For England Series 2025: স্টোকসদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড ভারতের, ২৫ বছরের নক্ষত্র হলেন দেশের ৩৭তম টেস্ট ক্যাপ্টেন!

India Test Squad For England Series 2025: ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নিল বিসিসিআই। নতুন যুগের শুভারম্ভ- 

রজত মণ্ডল | Updated By: May 24, 2025, 03:01 PM IST
India Test Squad For England Series 2025: স্টোকসদের বিরুদ্ধে আগুনে স্কোয়াড ভারতের, ২৫ বছরের নক্ষত্র হলেন দেশের ৩৭তম টেস্ট ক্যাপ্টেন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ে ২৪শে মে, শনিবার সিনিয়র নির্বাচক কমিটির বৈঠকে শুভমন গিলকে ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক নিযুক্ত করা হল। অজিত আগরকর নেতৃত্বে নির্বাচক প্যানেল এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল নির্বাচিত হল। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো নির্বাচিত হলেন সাই সুদর্শন এবং অর্শদীপ সিং। শুভমন গিলের ডেপুটি হিসেবে রইলেন ঋষভ পন্থ। অন্যদিকে, ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। 

দ্রাবিড়, লক্ষ্মণ এবং তেন্ডুলকারের পর 'রোহিত-কোহলি এরা'। এবার সূচনা হল আর এক নতুন যুগের। ইংল্যান্ড টেস্ট  সিরিজের ৩৭ তম অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন শুভমন গিল।  রোহিত শর্মার উত্তরসুরি হিসেবে গিল ২০ জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের পাঁচ টেস্টের সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ৩২ টেস্টে মোট ১,৮৯৩ রান করেছেন তিনি। 

দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্পুর্ণ টেস্ট স্কোয়াড-

শুভমন গিল (অধিনায়ক)
ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক)
যশস্বী জয়সওয়াল
কেএল রাহুল
সাই সুদর্শন
অভিমন্যু ঈশ্বরণ
করুণ নায়ার 
নীতীশ কুমার রেড্ডি
রবীন্দ্র জাদেজা
ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)
ওয়াশিংটন সুন্দর
শার্দূল ঠাকুর
মহম্মদ সিরাজ
প্রসিধ কৃষ্ণা 
আকাশ দীপ
অর্শদীপ সিং
কুলদীপ যাদব

আরও পড়ুন:  ১৯০ টেস্টের অভিজ্ঞতা! রোহিত-কোহলির পরবর্তী কে?

আরও পড়ুন: নগ্ন সত্যে মগ্ন প্রীতি, প্রাক্তনের বিরুদ্ধে এবার আদালতে!‌ আইপিএলের মাঝেই ভয়ংকর খেলা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.