বরাত জোরে বাঁচলেন গাভাসকর-মঞ্জরেকর!

এই একানা স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে কর্তৃপক্ষের চূড়ান্ত অব্যবস্থা...

Updated By: Nov 7, 2018, 07:24 AM IST
বরাত জোরে বাঁচলেন গাভাসকর-মঞ্জরেকর!

নিজস্ব প্রতিবেদন : বড় সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সুনীল গাভাসকর এবং সঞ্জয় মঞ্জরেকর। লখনৌয়ের নবনির্মিত স্টেডিয়াম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সের দরজার কাচ ভেঙে পড়ে। সময়ের হেরফের আর বরাত জোরে বড় চোটের হাত থেকে বাঁচলেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন - ২০১৬ থেকে টানা টি-২০ সিরিজ জয়, অপ্রতিরোধ্য ভারতের সামনে কুপোকাত উইন্ডিজ

সূত্রের খবর, গাভাসকর এবং মঞ্জরেকর ধারাভাষ্য দিতে ঘরে ঢোকারসময় আচমকাই ভেঙে পড়ে কাচের দরজা। মঞ্জরেকর বলেন, "কপাল ভাল যে আমরা বেঁচে গেছি। কোনরকম আঘাত লাগেনি। তবে ওই কাচের দরজার টুকরো গায়ে পড়লে বড় আঘাত চোট লাগত।" লখনৌ শহর থেকে কিছুটা দূরে নির্মিত ৫০ হাজার আসনের এই একানা স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে কর্তৃপক্ষের চূড়ান্ত অব্যবস্থা দেখা যায় বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সেই সঙ্গে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবায় প্রায়শই বিভ্রাট দেখা দেওয়ায় মিডিয়া বক্সে সাংবাদিকরাও কাজ করতে বেশ অসুবিধায় পড়েন। স্টেডিয়ামটি ব্যক্তিগত মালিকানাধীন, তাই উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তাদেরও কিছুই করার ছিল না।

.