WATCH | Sunil Gavaskar Dance: সুযোগ পেলেই ধুয়ে দেন বিরাট-রোহিতদের! তাঁদের সাফল্যেই শিশুর মতো নাচলেন সানি...
Sunil Gavaskar Dance: ৭৫ বছরে গাভাসকর শিশুর মতো নাচলেন ভারতের জয়ের উদযাপনে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল মনোহর গাভাসকর (Sunil Gavaskar), ক্রিকেটে তাঁর নামটাই যথেষ্ট! ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক, প্রকৃত অর্থেই ভারতীয় ক্রিকেটের বিরাট বড় ভক্ত। এই প্রজন্মের ক্রিকেটারদের প্রশংসায় ভরিয়ে দিতে যেমন তিনি দু'বার ভাবেন না, তেমনই আবার ভুল করলে, তাঁদের ধুয়ে দেন। এটাই সানি জি, কাউকে রেয়াত করেন না, অসম্ভব আবেগি এক মানুষ।
আরও পড়ুন: শামির মা'কে বিরাট শ্রদ্ধা কোহলির, চোখ ভেজা নেটপাড়ায় 'রাজা সবারে দেন মান'...
৭৫ বছরের মুম্বইকর প্রাণশক্তিতে ভরপুর, খেলা ছাড়ার পর লেখালিখিতে আর ক্রিকেট নিয়ে লাইভ বিশ্লেষণেই নিজেকে জুড়ে রেখেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সানি ছিলেন বিশেষজ্ঞর ভূমিকাতেই। গত রবিবার দুবাইয়ে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। রোহিত শর্মারা যখন মঞ্চে ট্রফি নিতে উঠছিলেন, তখন সানি ছিলেন ঠিক কিছুটা দূরেই। নিজেকে আর তিনি ধরে রাখতে পারেননি, শিশুর মতোই লাফিয়ে লাফিয়ে নাচলেন তিনি। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল। সকলেই বলাবলি শুরু করেছেন যে, এটাই সানি, তিনি তো এমনই...
বছর ঘুরতে না ঘুরতেই ফের রোহিতের ভারত জগত সভায় শ্রেষ্ঠ! গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ। আট মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আইসিসি-র ট্রফি। ২০০২ সালে ভারত প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপর ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে এই ট্রফি জেতে টিম ইন্ডিয়া। বিশ্বের প্রথম দল হিসেবে ভারত তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। গাভাসকর এমনই আবেগি যে, লাইভ অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলে ফেলেন, যে প্রয়াণের আগে তিনি শুধু ধোনির সেই ছয়টি দেখতে চান, যা ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)