Virat Kohli retirement: বোর্ডের অনুরোধেও অনড় কোহলি! 'লাল-সন্ন্যাসে'ই দিলেন সিলমোহর

Virat Kohli Retirement: তার আগে রোহিত অবসর নিয়ে নিয়েছেন। বিরাটও সেই পথে হাঁটলেন। টেস্টে ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি, ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন।  

Updated By: May 12, 2025, 12:49 PM IST
Virat Kohli retirement: বোর্ডের অনুরোধেও অনড় কোহলি! 'লাল-সন্ন্যাসে'ই দিলেন সিলমোহর
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ঈন্দ্রপতন ক্রিকেট জগতে। আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর বিসিসিআই (BCCI) কর্তারা এই তাঁকে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ করেন। কিন্তু, সাতসকালে ইন্স্টাগ্রামে পোস্ট করে জানালেন তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। বিসিসিআই-এর পর এবার ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা বিরাট কোহলিকে অবসর না নেওয়ার আবেদন জানিয়েছেন। 

আরও পড়ুন, PSL 2025: পাকিস্তানে প্রাণসংশয় অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটারের! অল্পের জন্য....

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

টেস্ট ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে কোহলি চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে শুধুমাত্র সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। জুন মাসেই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। নিঃসন্দেহে সেই দলে মিডল অর্ডারে বড় ভরসা ছিলেন কোহলি। কিন্তু সে আর হল না। এদিন ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে নিজের অবসরের কথা জানান কিং কোহলি। 

তিনি লেখেন, 'টেস্ট ক্রিকেটে প্রথম বার নীল জার্সি পরার ১৪ বছর সম্পূর্ণ হল। এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে কখনও ভাবিনি। আমাকে পরীক্ষা করেছে, গড়ে তুলেছে এবং এমন শিক্ষা দিয়েছে যা আমি সারাজীবন নিয়ে চলব... আমি সবসময় যখনই টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব তখনই হাসিমুখে তাকাব।' সম্প্রতি রোহিত শর্মা অবসর নেওয়ার পর শোনা যায়, কোহলিও দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েছেন। তবে বোর্ড তাঁকে ইংল্যান্ড সফরের গুরুত্বের কথা বুঝে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে। তবে বোর্ডের সেই অনুরোধে রাখলেন না কোহলি। 

তবে রোহিত ও কোহলি না থাকায় ভারতের সামনে একটি অনভিজ্ঞ মিডল অর্ডার থাকবে, যাদের সঙ্গে টপ অর্ডারে থাকবে কেএল রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ। সবথেকে বড় বিষয়, দুই অভিজ্ঞ ক্রিকেটারের হাত থাকবে না দলের উপরে, যারা প্রায় ১১ বছর ধরে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন।  

আরও পড়ুন, Pakistan Super League 2025: এবার মুখের উপর দরজা বন্ধ করল 'বন্ধু'! পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান মরুদেশের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.