KKR vs RCB | IPL 2025: আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি, ইডেনের ক্যানভাসে রাজার তুলিতে রক্তিম শহর...
KKR vs RCB IPL 2025: ইডেনের মায়াবী রাত; বিরাট চালে বেঙ্গালুরুর বাজিমাত, বোধনে চ্যাম্পিয়নদের হার!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সকাল থেকেই বৃষ্টিস্নাত কলকাতা, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আদৌ আইপিএল বোধন বিনা বিঘ্নে হবে তো? বরুণ দেবের আচমকাই ঝোড়ো ইনিংস খেলে দেবেন না তো? এসবই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বিগত কয়েকদিন ধরে, তবে ঝড়-বৃষ্টির যাবতীয় পূর্বাভাসকে গুলি মেলে উড়িয়ে তিলোত্তমা দেখল দুর্দান্ত এক ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(KKR vs RCB IPL 2025) হাত ধরে চলতি আইপিএলের কার্টেন রেজার হয়ে গেল। আর বিরাট কোহলি (Virat Kohli) আবারও বুঝিয়ে দিলেন যে, আইপিএল মোনালিসা হলে কোহলিই ভিঞ্চি!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
১৭ পেরিয়ে ১৮ বছরে পা দিল আইপিএল, আর ১৮ নম্বর জার্সিধারীই ইডেনের মায়াবী রাতে করলেন মাত! কলকাতায় এসে নেট সেশনে কোহলি যা করেছেন এই ক'দিন, শনি সন্ধেতেও ঠিক সেটাই করলেন লিগের সর্বাধিক রানশিকারি। তাঁর ব্যাটে ভর করেই বেঙ্গালুরুর করল বাজিমাত, বোধনেই চ্যাম্পিয়নদের হার! ৭ উইকেটে আরসিবি হারিয়ে দিল কেকেআরকে। হাতে ২২ বল বাকি রেখেই।
টস জিতে রজত পাটিদার ব্যাট করতে পাঠিয়ে ছিলেন অজিঙ্কা রাহানেদের। কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সুনীল নারিন। অজি তারকা পেসার জোশ হ্যাজেলউডের বলে ইনসাইড এজ হয়ে ডি কক মাত্র ৪ রানে ফিরে যান। এরপর কেকেআরের নতুন সেনাপতি রাহানে ও বিশ্বস্ত যোদ্ধা নারিন মিলে ইডেনকে আনন্দে মাতিয়ে দিয়েছিলেন। নারিন ২৬ বলে ৪৪ রানের (৫ চার, ৩ ছয়) ঝোড়ো ইনিংস উপহার দেন, রাহানে গিয়ার বদলে ৩১ বলে বিধ্বংসী ৫৬ (৬টি চার, ৪টি ছয়) রানের ইনিংস খেলেন।
চারে নেমেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটির ক্রিকেটার মাত্র ৬ রান করে ডাগআউটে চলে গিয়েছিলেন। পাঁচে নামা অঙ্গকৃশ রঘুবংশী খেলেন ২২ বলে ৩০ রানের ইনিংস। রিঙ্কু সিং (১২), আন্দ্রে রাসেল (৪) ডাঁহা ফ্লপ করেন। ওই রাহানে-নারিনের দাপটে কেকেআর নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৪ রান। নাইট সমর্থকরা ভেবেছিলেন যে, এই রান করে আরসিবিকে রুখে দেওয়া যাবে। তবে বেগুনি-সোনালি শিবির ভাবেনি যে, এমন ভাবে কালবৈশাখীর বদলে লাল ঝড় আছড়ে পড়বে ইডেনে।
গতবার কেকেআরের হয়ে মাতিয়ে দিয়েছিলেন ফিল সল্ট। নিলামে নাইটরা এই বিধ্বংসী ব্রিটিশ উইকেটকিপার- ব্যাটারকে নেওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেছিল। সল্ট আগেই বলেছিলেন যে, কোহলির সঙ্গে ওপেন করতে তিনি মুখিয়ে আছেন। আর এদিন কোহলি-সল্ট মিলিয়েই নাইটদের শুইয়ে দিলেন। ৮.৩ ওভারে এই ওপেনিং জুটি তুলে ফেলে ৯৫ রান! ওখানেই কার্যত কেকেআর খেলা থেকে ছিটকে গিয়েছিল।
সল্ট ৩১ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৯টি চার ও ২ ছক্কায় কোথাও কেকেআরকে বার্তা দিয়েই আউট হলেন। সল্ট ফেরার পর দেবদত্ত পাড়িক্কল ১০ রান করে ফিরে যান কোহলিকে সঙ্গ দিতে এসে। তবে অধিনায়ক পাটিদার হাত শক্ত করেন কোহলির। ১৬ বলে অসাধারণ ৩৪ রানের ইনিংস খেলে জয়ের রাস্তা প্রশস্ত করে দেন তিনি। এরপর লিয়াম লিভিংস্টোনকে (৫ বলে ১৫) নিয়ে কোহলি হেসে খেলে বাকি কাজটা সেরে ফেলেন। কোহলি ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। তিনটি ছয় ও চারটি চার এসেছিল তাঁর উইলো থেকে। বেগুনি-সোনালি শহরকে রক্তিম করে দিয়ে গেলেন কোহলি...
আরও পড়ুন: কোহলির জন্য গভীর রাতেও জাগতেন শাহরুখ! ইডেন দেখল দুই রাজার নাচ, শুনল অজানা গল্প...
আরও পড়ুন: রামনবমীতে ইডেনে ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা...আইপিএল বোধনের মাঝেই চলে এল বিরাট আপডেট
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)