WATCH | Virat Kohli: বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লেন বিরাট, হৃদস্পন্দন দেখতে বললেন সঞ্জুকে! জয়পুরে কী ঘটল?
Virat Kohli Heart Beat: বিরাট কোহলির বুকে হাত, গ্যালারির মাথায় হাত!

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজস্থান রয়্যালস গত রবিবার দুপুরে, দিনের প্রথম ম্যাচে, নিজেদের ঘরের মাঠ জয়পুরে খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (RR vs RCB, IPL 2025)। সঞ্জু স্যামসনের (Sanju Samson) টিম ৯ উইকেটে হেরেছে রজত পাটিদারদের (Rajat Patidar) কাছে। ১৫ বল হাতে রেখে রাজস্থানের ১৭৩ রান হেসেখেল তাড়া করে জিতে যায় আরসিবি। তবে ম্যাচে কয়েক মুহূর্তের জন্য গোটা গ্যালারির হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল বিরাট কোহলি (Virat Kohli)।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির নায়ক, আইপিএলে করলেন মারাত্মক ভুল! বোর্ডকে দিতে হবে ১২ লক্ষ টাকা
আরসিবি-র ইনিংসের ১৫ নম্বর ওভারের ঘটনা, কোহলি অর্ধ-শতরান করার পরেই, ক্লান্ত হয়ে এগিয়ে যান সঞ্জুর দিকে, এরপর সঞ্জুকে বলেন তাঁর হৃদস্পন্দন পরখ করতে!স্টাম্প মাইকে শোনা যায়, 'হার্টবিট চেক করনা', বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, 'আমার হৃদস্পন্দন পরীক্ষা কর'! এরপরে সঞ্জু বলেন, 'ঠিক হ্যায়' যার মানে 'ঠিক আছে।' এরপর কোহলি বুড়ো আঙুল তুলে বোঝান যে তিনি ঠিক আছেন!
সংক্ষিপ্ত চরম উদ্বেগের মুহূর্ত কাটতেই, কোহলি এবং আরসিবি একটি কৌশলগত টাইম-আউটের সিদ্ধান্ত নেয়। সেই বিরতিতে কোহলি সুস্থ হয়ে ওঠেন। অপ্রত্যাশিত বাধা কাটিয়ে সব স্বাভাবিক হয়। তাৎক্ষণিক ভাবে আর কোনও সমস্যাও দেখা যায়নি। কোহলি এরপর আরামে খেলা চালিয়ে যান। যদিও কোহলির হৃদরোগ সংক্রান্ত কোনও সমস্যার ইতিহাস নেই। চেকআপের পরে তারকা ক্রিকেটারকে বেশ সুস্থই দেখাচ্ছিল। এবং ৭৪ মিনিট ক্রিজে থেকে কোহলি তাঁর ইনিংস শেষ করেন।
কোহলির মতো চূড়ান্ত ফিট ক্রিকেটারকে ওভাবে অস্বস্তিতে দেখে অনেকই চমকে গিয়েছিলেন। কারণ কোহলি খাওয়া দাওয়া থেকে শুরু করে শরীরচর্চা, সবটাই একেবারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিয়ম মেনে করেন। কোহলির এরকম পরিস্থিতির কারণ হচ্ছে ভরদুপুরে ৪২ ডিগ্রিতে খেলা। এমন সময়ে খেলা করা নিয়েও প্রশ্ন উঠছে। কোহলির মতো সুপারফিট ক্রিকেটার যেখানে অসুস্থ হয়ে পড়তে পারেন, সেখানে যে কেউ এমন পরিস্থিতির শিকার হতে পারেন।
কোহলি এদিন মাইলফলকও তৈরি করেছেন। হাফ সেঞুরি প্লাস ইনিংস (৪৫ বলে অপরাজিত ৬২) হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাস লিখলেন। এই সংস্করণে দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরির সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ডেভিড ওয়ার্নারের পাশে গিয়ে বসলেন কোহলি। অজি ক্রিকেটারের ঝুলিতে ১০৮টি টি-২০ অর্ধ-শতক রয়েছে।
আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিরাট খবর, ICC-র চেয়ারে মহারাজ! বহু যুদ্ধের যোদ্ধার সঙ্গেই ফের জুটি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)