অ্যান্টিগুয়ায় প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

অ্যান্টিগুয়ায় প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে তিনশো দুই। দুরন্ত শতরান করে ক্রিজে আছেন বিরাট। পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন তিনি। ধাওয়ানকে সঙ্গে নিয়ে ক্রমেই বিরাট হয়ে ওঠে তাঁর ব্যাট।টেস্ট কেরিয়ারে নিজের ১২তম শতরান করার সঙ্গে সঙ্গে টেস্টে ৩০০০ রানের ক্লাবে ঢুকে পড়েন বিরাট কোহলি।

Updated By: Jul 22, 2016, 09:56 AM IST
অ্যান্টিগুয়ায় প্রথম টেস্টে সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

ওয়েব ডেস্ক : অ্যান্টিগুয়ায় প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে তিনশো দুই। দুরন্ত শতরান করে ক্রিজে আছেন বিরাট। পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন তিনি। ধাওয়ানকে সঙ্গে নিয়ে ক্রমেই বিরাট হয়ে ওঠে তাঁর ব্যাট।টেস্ট কেরিয়ারে নিজের ১২তম শতরান করার সঙ্গে সঙ্গে টেস্টে ৩০০০ রানের ক্লাবে ঢুকে পড়েন বিরাট কোহলি।

আরও পড়ুন ওয়ানডেতে অবসর?কী বললেন ধোনি

ওয়েস্ট ইন্ডিজ সফরে কপিল দেব ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে টেস্টে শতরান পেলেন তিনি।অল্পের জন্য শতরান হাতছাড়া করেন শিখর ধাওয়ান।দিনের শেষে ১১টি বাউন্ডারির সাহায্যে শতরান করে ১৪৩ রানে নট-আউট কোহলি।তাঁকে সঙ্গ দিচ্ছেন নৈশ প্রহরী অশ্বিন।

আরও পড়ুন  ইব্রার পাশে পোগবাকে পেতে রেকর্ড ট্রান্সফার অর্থ দিতে রাজি রেড ডেভিলস

.