ওয়েব ডেস্ক: ইডেনে টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হওয়া আর কয়েক মুহূর্তের অপেক্ষা।ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ডারেন সামিদের। কারণ, এই প্রতিযোগিতায় তারা সব ম্যাচেই পরে ব্যাট করেছে। তাই সুযোগ পেয়ে আর প্রথা ভাঙতে চাইল না তারা। প্রথমে ব্যাট করবে ইংরেজরা। খেলা শুরুর আগে দেখে নিন দুই দলের প্রথম একাদশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েস্ট ইন্ডিজ দল - জনসন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েলস, সিমন্স, রাসেল, রামদিন, ব্রাভো, সামি, ব্রেথওয়েট, বদ্রী, বেন।


ইংল্যান্ড দল - জেসন রয়, হেলস, রুট, মর্গান, বাটলার, স্টোকস, মইন আলি, জর্ডন, উইলি, রশিদ, প্লাঙ্কেট।