নিজস্ব প্রতিবেদন— ম্যারথন বৈঠকের পরেও টি-20 বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্তে পৌছতে পারল না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC. এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে বৃহস্পতিবারের আলোচ্য বিষয়ের সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১০ জুন । কোভিড—19-এর জন্য স্তব্ধ হয়ে রয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এই বছরেই অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ করা সম্ভব কিনা তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। এমনকী ঝুলে রয়েছে আইপিএল-এর ভবিষ্যতও। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে। কে হবে ICC-র পরবর্তী চেয়ারম্যান? সবকিছু নিয়ে বৃহস্পতিবার ICC-র গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন— সচিনের সঙ্গে দারুন মিল খুঁজে পেলেন নিজের ছেলের ব্যাটিংয়ে, কিংবদন্তি পোস্ট করলেন ছবিও


টেলিকনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে BCCI-এর হয়ে প্রতিনিধিত্ব করেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। ম্যারাথন বৈঠকের পরও কোনও সিদ্ধান্তে পৌছতে পারেনি আইসিসি। এদিনের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল, করোনার জন্য  চলতি বছরে অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ হবে কিনা! বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই বছরের টি-20 বিশ্বকাপ হবে ২০২২ সালে। দুবছর পিছিয়ে দেওয়ার কারণ ২০২১ সালে ভারতে টি—২০ বিশ্বকাপ হবে। একই বছরে দুটো ইভেন্ট আয়োজন করা হলে সমস্যার কথা জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। কারণ এতে তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হবে। পাশাপাশি  BCCI চাইছে যদি করোনার জন্য টি-20 বিশ্বকাপ দু বছর পিছিয়ে যায়, তাহলে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতি বাঁচাতে সেই উইন্ডোতে আইপিএল করতে। কিন্তু টি-20 বিশ্বকাপ নিয়েই কোনও সিদ্ধান্ত না হওয়াতে আইপিএলের ভবিষ্যতও ঝুলে রইল। তবে বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রতি মূহুর্তে আইসিসি ও বোর্ডগুলি পরস্পরের মধ্যে আলোচনা চালিয়ে যাবে এবং কোভিড—19-এর পরবর্তী পরিস্থিতির দিকে সবাই নজর রাখবে।