নিজস্ব প্রতিবেদন :  রবিবার আন্তর্জাতিক নারীদিবসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঘটনাচক্রে ফাইনালেও দুই দলই মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের হাতছানি অজিদের সামনে। ফাইনালে তাই বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার সামনে। ফাইনালে নামার ৪৮ ঘণ্টা আগেই মাইন্ড গেম শুরু করে দিল অস্ট্রেলিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অজিদের আত্মাভিমান বরাবরই বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের বদলা নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চায় অজি তরুণীরা। ভারতকে হারানোর পাশাপাশি বিশ্বকাপ জিতে নেওয়া। অজি পেসার মেগান স্কাট নাকি ভারতীয় ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানাকে বোলিং করতে চান না! অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের কাছে এমনই অনুরোধ করেছেন তিনি। কিন্তু কেন? গত মাসে ত্রিদেশীয় সিরিজে শেফালি প্রথম বলেই স্কাটকে চার মারেন। আর সেই ওভারেই স্মৃতি মান্ধানা নাকি বিরাট একটা ছক্কা হাঁকান। প্রথম ওভারে নাকি ১৬ রান দিয়েছিলেন তিনি। আর তাই স্কাট বলেছেন, "তিনি ভারতীয়দের বিরুদ্ধে খেলতে ঘৃনা বোধ করেন।  তারা আমাকে আঘাত করেছে। ত্রিদেশীয় সিরিজে ওই ছক্কাটা আমি ভুলতে পারছি না। আমার কেরিয়ারে ওতবড় ছক্কা এর আগে কেউ হাঁকায়নি।"


ফাইনালে নামার আগে মেগান স্কাট বলেন, "ভারতীয়দের আটকাতে অবশ্যই আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।  তবে আমি এটুকু বলতে পারি পাওয়ার প্লে তে আমি ওদের বিরুদ্ধে বল করতে চাই না। কারণ ওরা দুজনেই (শেফালি-স্মৃতি) আমাকে খুব সহজেই খেলে দেয়।" ঘটনা হল টি-টোয়েন্টি কেরিয়ারে স্কাটের বোলিং ইকোনমি ৫.৯৮ কিন্তু ভারতের বিরুদ্ধে সেটা বেড়ে হয়েছে ৬.৯৩।


আরও পড়ুন - কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ খেলতে যাচ্ছেন জনি আকোস্তা; মার্কোস না ক্রোমা? কাকে ছেঁটে ফেললেন মারিও