Bike Accident: প্রতিবন্ধী-একা মায়ের একমাত্র সন্তান ও বড় ভাই... কালীপুজোর আগেই অকালমৃত্য়ু ২ বন্ধুর!

Bardhaman Bike Accident: কালীপুজোর প্রাক্কালে দুই যুবকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ এলাকার মানুষজন। মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুতে দিশেহারা মা... 

সুদেষ্ণা পাল | Updated By: Oct 17, 2025, 05:11 PM IST
Bike Accident: প্রতিবন্ধী-একা মায়ের একমাত্র সন্তান ও বড় ভাই... কালীপুজোর আগেই অকালমৃত্য়ু ২ বন্ধুর!

পার্থ চৌধুরী: দীপাবলির আনন্দ নিমেষে ম্লান। কালীপুজোর আগেই মর্মান্তিক মৃত্য়ু ২ বন্ধুর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নর্জা কামারপাড়া রোডের নীলডাঙা সংলগ্ন এলাকায়মৃতদের নাম সুদীপ দাস, বয়স ১৯ বছর। জিমাহালি, বয়স ২০ বছর। দুজনেরই বাড়ি ভাতারের খুড়ুল গ্রামে।

Add Zee News as a Preferred Source

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ কামারপাড়া বাজার থেকে দুজনে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেননীলডাঙা সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় রাস্তার পাশে ছিটকে পড়ে সুদীপজিৎ। স্থানীয় মানুষ ও ভাতার থানার ওড়গ্রাম ক্যাম্পের পুলিস তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। কালীপুজোর প্রাক্কালে দুই যুবকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ এলাকার মানুষজন।

স্থানীয়রা জানান, জিৎ পরিবারের একমাত্র সন্তান। বাবা কয়েক বছর আগে অন্যত্র চলে যান । বাড়িতে রয়েছেন প্রতিবন্ধী মা। জিরাজমিস্ত্রির সেন্টারিং-এর কাজ করে সংসার চালাতেন। মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে দিশেহারা মা সাবিত্রী মাহালি। অন্যদিকে সুদীপ দাস পেশায় রাজমিস্ত্রিবাড়িতে রয়েছেন বাবা-মা ও ভাই। দুই ভাইয়ের মধ্যে সুদীপ-ই ছিলেন বড়। দুর্ঘটনায় সুদীপের মৃত্যু শোকাহত পরিবার।

শুক্রবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে

আরও পড়ুন, Hooghly Chikungunya: আক্রান্ত ৩০! প্রথমে জ্বর, তারপর হাত-পায়ে ব্যাথা... 'ভয় ধরিয়ে' হুগলির গ্রামে ছড়াচ্ছে 'ভয়ংকর'...

আরও পড়ুন, 12 year old assist brain surgery: ব্রেন সার্জারি নিয়ে 'ছেলেখেলা'! ড্রিল হাতে রোগীর খুলিতে গর্ত করল সার্জনের ১২-র মেয়ে! ওটিতে বিভীষিকা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.