Accident: বিষাক্ত গ্যাসে মৃত্যু! প্রাণ গেল ২ জনের, বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় দুর্ঘটনা..

Accident: একটি পুরনো ড্রাম থেকে যখন কেমিক্যাল বের করতে যায়, তখনই বিপত্তি। আশঙ্কাজনক আরও এক। এলাকায় চাঞ্চল্য।

তনুময় ঘোষাল | Updated By: Jun 21, 2025, 07:54 AM IST
Accident: বিষাক্ত গ্যাসে মৃত্যু!  প্রাণ গেল ২ জনের, বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় দুর্ঘটনা..

রণয় তেওয়ারি: ফের বিষাক্ত গ্যাসে মৃত্যু। এবার প্রাণ গেল ২ শ্রমিকের আশঙ্কাজনক আরও ১। দুর্ঘটনা ঘটল বেলঘরিয়া থানার শালপাতা বাগান এলাকায় রাসায়নিক কারখানায়। এলাকায় তীব্র চাঞ্চল্য।

আরও পড়ুন:  Doctor assaulted mother-daughter: চেম্বারের মধ্যেই মা-মেয়েকে স্বনামধন্য ডাক্তার.... বারাসতের ক্লিনিকে 'চরম নোংরা' ঘটনা! ভয়ংকর অভিযোগ...

পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন সুরজিত্‍ মাইতি ও রবিন হাউত। ঘড়িতে তখন ৬টায়। আজ, শুক্রবার সন্ধ্যায় শালপাতা বাগানে ওই রাসায়নিক কারখানা কাজ করছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন গোবিন্দ নন্দী নামে আরও শ্রমিক।  একটি পুরনো ড্রাম থেকে যখন কেমিক্যাল বের করতে যান ওই শ্রমিক, তখনই ঘটে বিপত্তি। ড্রাম থেকে গ্যাস লিক করতে শুরু করে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিস এসে তিনজনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে সুরজিত্‍ ও রবিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। গোবিন্দের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:  Fake Gold Loan: প্রতারণার জন্য তৈরি বিশেষ সোনার গয়না! বন্দক দিয়ে কোটি কোটি টাকার গোল্ড লোন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.