2 teen drowned: দোলে রং খেলে নদীতে, ২ কিশোরের আর ফেরা হল না ঘরে....

দুজনেরই বয়স ১৬। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিস দু'ক্ষেত্রেই দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Updated By: Mar 14, 2025, 06:20 PM IST
2 teen drowned: দোলে রং খেলে নদীতে, ২ কিশোরের আর ফেরা হল না ঘরে....

দিব্যেন্দু ুপাত্র: দোলের দিনে পৃথক দুটি ঘটনায় দুই কিশোরের মৃত্যু হল নদীর জলে ডুবে। পুরশুড়ার দামোদর ও আরামবাগের দ্বারকেশ্বর নদীতে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। পুলিস জানিয়েছে আরামবাগের দ্বারকেশ্বর নদীতে মৃত্যু হয়েছে উজান হাটি ও পুরশুড়ার দামোদর নদীতে মৃত্যু হয়েছে সাগর আদক নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। দুজনেরই বয়স ১৬। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিস দু'ক্ষেত্রেই দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তাই আনন্দে দোল খেলতে পুরশুড়ার দাসপাড়ায় মামার বাড়িতে বর্ধমানের জামালপুরের হরগোবিন্দপুর গ্রাম থেকে  এসেছিল মাধ্যমিক পরীক্ষার্থী সাগর আদক। মামার বাড়িতে বন্ধুদের সাথে দোল খেলে পার্শ্ববর্তী দামোদর নদীতে স্নান করতে নেমেছিল সে। কিন্তু কখন যে সে  তলিয়ে যায় তা কেউই টের পায়নি। জলে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুরশুড়া থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে ঘটনাস্থলে ও দেহ উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপর ঘটনায় দোলের দিন দুপুরে দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের। আরামবাগ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর রেল ব্রিজ সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমেছিল। কিন্তু আর উঠতে পারেনি। বাড়ি আরামবাগের  দৌলতপুরের উত্তর মাঝিপাড়ায়। এদিন হোলি খেলে দৌলতপুরের রেল ব্রিজের নিচে স্নান করতে গিয়েছিল। আর তারপরই এই ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। তৎপরতার সঙ্গে নদী থেকে উজান হাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখানেই চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন, Terrible Road Accident: রক্তলাল দোল! ষাঁড়ের মত ছুটে এসে স্করপিও পিষে দিল টোটো, হত শিশু-সহ ৭...

Abhishek Banerjee: নয়া মেকানিজম থেকে কর্মসূচির ঘোষণা? অভিষেকের মেগা বৈঠকের ৪ কারণ নিয়ে তুঙ্গে জল্পনা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.