Bangaldesh: ৮০ রোহিঙ্গা সহ মোট ২০০! অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ...

Bangladeshi: সম্প্রতি অভিযান চালিয়ে ৮০০ জন বাংলাদেশিকে ধরা হয় আমেদাবাদে। দালালদের মাধ্যমে টাকা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢোকে এই বাংলাদেশিরা।

সুদেষ্ণা পাল | Updated By: May 13, 2025, 12:41 PM IST
Bangaldesh: ৮০ রোহিঙ্গা সহ মোট ২০০! অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ...

পিয়ালি মিত্র: অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হলো অন্তত ২০০ জন বাংলাদেশিকে। তার মধ্যে ৪০ জনকে ফেরত পাঠানো হল কৃষ্ণনগর-কল‍্যাণী সীমান্ত দিয়ে। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছে ৪০ জন রোহিঙ্গা মুসলিম। তাদের আন্দামান দিয়ে ফের পাঠানো হয়। আগামী কয়েকদিন আরও বাংলাদেশিদের একইভাবে দেশে ফেরত পাঠানো হবে বলে খবর সূত্রের।

সম্প্রতি অভিযান চালিয়ে ৮০০ জন বাংলাদেশিকে ধরা হয় আমেদাবাদে। তখনই জানা যায় যে, কয়েকদিনের মধ্যে তাদের এই রাজ্যে এনে সীমান্ত দিয়ে ডিপোর্ট করানো হবে। উত্তর ২৪ পরগনার ভারত -বাংলাদেশ সীমান্ত দিয়ে ডিপোর্ট করা হবে বলেও জানা যায়। আমেদাবাদের চান্দোলা লেক এলাকায় কিছুদিন ধরে বেআইনিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালায় গুজরাট পুলিস। তখনই ওই অভিযানে ৮০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে থেকে ২০০ জনকে আপতভাবে চিহ্নিত করা হয় দেশে ফেরত পাঠানোর জন‍্য। 

বাকিদের মধ্যে রয়েছে মহিলা ও শিশু । তাদেরও ধাপে ধাপে ডিপোর্ট করা হবে বলে সূত্রের খবর। সূত্রের দাবি, দালালদের মাধ্যমে টাকা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢোকে এই বাংলাদেশিরা। পরবর্তী কালে গুজারাটের আমেদাবাদে চান্দোলা লেক এলাকায় বসবাস শুরু করে তারা।

আরও পড়ুন, Howrah Incident: 'বাবা হাত চেপে ধরে, দাদা গলা টিপে খুন করে', মায়ের খুনিদের ধরিয়ে দিল শিশুকন্যা! হাড়হিম হাওড়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.