Birbhum Murder: গামছায় ঢাকা আলো, ভাঙা দরজা! ঘরে যুবতীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ...

মহিলার গলায় কাটা দাগ। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নও রয়েছে।

Updated By: Jul 14, 2022, 04:20 PM IST
Birbhum Murder: গামছায় ঢাকা আলো, ভাঙা দরজা! ঘরে যুবতীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ...
নিজস্ব চিত্র

প্রসেনজিৎ মালাকার: ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে মহিলার অর্ধনগ্ন নিথর দেহ (Murder)। খুন স্পষ্ট। কিন্তু কী কারণে কেন খুন? কারা খুন করল? সবটাই ধোঁয়াশা। অস্পষ্ট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে বীরভূমের নানুরে (Nanur)। 

বীরভূমের নানুরের গোমড়া গ্রামে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় বছর চল্লিশের ওই মহিলার রক্তাক্ত দেহ। মহিলার এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে গ্রামেই। তবে ছেলে কাজের সূত্রে কলকাতায় থাকেন। আর স্বামী বৃন্দাবন শেঠ থাকেন কাজের সূত্রে বাইরে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। প্রতিদিন সকাল সকাল-ই ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ সকালে তাঁকে দেখতে না পেয়ে গ্রামবাসীরা ঘরে যান তাঁকে ডাকতে। তখনই তাঁদের চোখে পড়ে বীভৎস দৃশ্য। তাঁরা দেখেন, ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই মহিলার অর্ধনগ্ন দেহ। 

স্থানীয়দের দাবি, ঘরের দরজা খোলা ছিল। এমনকি ছাদের দরজাও ভাঙা ছিল। ঘরের সমস্ত আলো গামছা দিয়ে ঢাকা ছিল। ওই মহিলার গলায় কাটা দাগ রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্নও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নানুর থানার পুলিস। 

দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। কে বা কারা কী কারণে ওই মহিলাকে খুন করল? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ঘরে চুরি করতে এসে খুন না ওই মহিলাকে শারীরিক নির্যাতন করা হয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Rasika Jain Death: ১৫ কোটির বিয়ে! প্রথম বিবাহবার্ষিকীর পরই অস্বাভাবিক মৃত্যু রসিকার, গ্রেফতার স্বামী কুশল

Kalna: ভয়ংকর! চলন্ত ট্রেন থেকে যুবককে একধাক্কায় ঠেলে ফেলে দিলেন নিত্যযাত্রীরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)