মৃত্যুঞ্জয় দাস: অভিষেকের বাঁকুড়া সফরের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ। কর্নাটকে পরাজয়ের পর বিজেপি ছেড়েও কংগ্রেসে যোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৮ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচী নিয়ে বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন। তার ঠিক আগেই বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বেশ কয়েকটি পরিবার।


কর্নাটকে বিজেপির শোচনীয় হারের পর ওই একই এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের দাবী গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে সবমিলিয়ে প্রায় পঞ্চাশটি পরিবার তাঁদের দলে যোগ দেওয়ায় এলাকায় তাঁদের শক্তিবৃদ্ধি ঘটল। এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।


আরও পড়ুন: Cyclone Mocha: কেন সুপার সাইক্লোন হয়ে উঠল মোকা! কী বলছেন আবহাওয়াবীদরা?


সাম্প্রতিক অতীতে বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরে বেশ কিছু তৃণমূল কর্মী তৃণমূলের পতাকা ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সেই একই ঘটনা এবার দেখা গেল বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার রাতে ছাতনা ব্লকের ভগবানপুর মোড়ে কংগ্রেসের একটি যোগদান কর্মসূচীতে স্থানীয় পাত্রচিতরা, কেলাইবাইদ ও ঘোলকুড়া এলাকার বেশ কিছু তৃণমূল ও বিজেপি কর্মী কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে তুলে নেন।


আরও পড়ুন: Bengal Weather Today: পশ্চিমে তাপপ্রবাহ, পূর্বে বৃষ্টি; কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?


তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেসের বাঁকুড়া জেলার কার্যকরী সভাপতি বিশ্বরূপ পাল ও অভিষেক বিশ্বাস। কংগ্রেস নেতৃত্বের দাবী তৃণমূলের দুর্নীতি, স্বজনপোষণ ও বিজেপির জাতপাতের রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার তাঁদের দলে যোগ দিয়েছেন।


দল বদল করা কর্মীরাও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। তৃণমূল নেতৃত্বের দাবী বাঁকুড়া জেলায় কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। দল বদলের নামে নাটক করছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি এই দলবদলের বিষয়টিকে গুরুত্বই দিতে নারাজ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)