Mysterious death of Pritam Majumder: প্রীতমের অকালমৃত্যু! কিন্তু বাবার হিসেব মিলছে না কেন? ছেলেটা তো এই ২ দিন আগে বলল...

Uttarakhand Mysterious death: উত্তরাখণ্ডে রহস্যজনক পরিস্থিতিতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ২৭ বছর বয়সী দূর্গাপুরের প্রীতম মজুমদারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

নবনীতা সরকার | Updated By: May 14, 2025, 07:33 PM IST
Mysterious death of Pritam Majumder: প্রীতমের অকালমৃত্যু! কিন্তু বাবার হিসেব মিলছে না কেন? ছেলেটা তো এই ২ দিন আগে বলল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রীতমের রহস্যমৃত্যু! কিন্তু বাবার হিসেব মিলছে না, কেন এই মৃত্যু?

এ আরেক প্রীতমের গল্প। আর আবারও দেহ উদ্ধার। তরুণ-তরুণী বা যুবকদের মধ্যে আত্মহত্যা প্রবণতা যেন ক্রমশই বাড়ছে। মা-বাবাকে একা করে দিয়ে, চোখের জলে বাকি জীবনটা ভাসিয়ে দিয়ে ছেলে মেয়ে পাড়ি দেয় না ফেরার দেশে।
একের পর এক যুবকের মৃত্যু যেন সমাজকে বেয়াব্রু করে দেয় বারবার। কীসের চাপে আত্মহত্যা? কেন মানসিক চাপ? বন্ধু-বান্ধব পরিবেষ্টিত জীবনেও একাকিত্ব গ্রাস করছে ইয়ং জেনারেশনকে। আর অস্বাস্থ্যকর জীবনের সঙ্গেই বয়ে আনছে হঠাত্‍ মৃত্যু।

আরও পড়ুন: India introduce new weapon Bhargavastra: সাবধান যুদ্ধবাজ প্রতিবেশীরা! শত্রু চিহ্নিত করে উড়িয়ে দেবে নিমেষে! ভারতের হাতে এখন মারাত্মক 'ভার্গবাস্ত্র'...

উত্তরাখন্ডের বদ্রীনাথে রহস্যমৃত্যু দুর্গাপুরের (Durgapur) এক যুবকের। বুধবার সকালে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরীতে। মৃত যুবকের নাম প্রীতম মজুমদার (২৭)। পরিবার সূত্রে জানা গেছে, প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে জাতীয় মহাসড়ক থেকে প্রায় ৩০ মিটার দূরে উত্তরাখন্ডে বদ্রীনাথে যোশী মঠের অদূরে কাঞ্চনানালার একটি পাইন গাছ থেকে। উদ্ধার হয়েছে তার সঙ্গে থাকা নথিপত্রও। ঘটনাস্থল থেকে তার পোশাক, কাগজপত্র সম্বলিত একটি ব্যাগ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রীতম মজুমদার তার মামার বাড়িতেই থাকত। মামার বাড়ি থেকেই গত ৪ মে চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছি বলে কলকাতা (Kolkata) যাওয়ার নাম করে বেরিয়েছিল। ১১ মে মামার সঙ্গে তার শেষ কথা হয়। তারপর থেকে আর প্রীতমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকাল উত্তরাখণ্ড পুলিশ (Uttarkhand Police) পরিবারের লোকেরদের খবর দেয়, উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনানালার পাইনবনে একটি পাইন গাছ থেকে ঝুলছে প্রীতমের দেহ। সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডে ডেকে পাঠানো হয় মামাকে। এদিকে ঘটনার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। এদিকে, কীভাবে ছেলেটির মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Cancer bacteria in Shampoo and Preservative: সাবধান! পাউডারে আগেই ছিল, এখন আপনার রোজের শ্যাম্পু বডি লোশনেও ক্যানসারের বিষ...

প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে, পুলিশ জানিয়েছে, আরও তদন্ত চলছে।

জাতীয় মহাসড়কের কাছে পাওয়া গেছে, প্রাথমিক প্রমাণ অনুসারে এটি আত্মহত্যা, যদিও আরও তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে পোশাক, নথিপত্র এবং একটি মোবাইল ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.